নাকের হাড় ভেঙে গিয়েছিল হীরা মন্ডলের (Hira Mondal)। এখন রয়েছেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারের জন্য তিনি শিবির ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়।
সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন হীরা মন্ডল। সেই সঙ্গে লিখেছেন বার্তা। সমর্থক, অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেছেন তিনি। ‘ অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার দিকে দ্রুত এগোচ্ছি। গত কয়েক দিনে আপনারা যে ভাবে আমার পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন তাতে আমি আপ্লুত। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।’
“Surgery was successful. I am doing better now. Overwhelmed with the messages of love and support for me during the last few days. Really grateful to you all. Thank you Joy Eastbengal”
মার্চের শুরুতেই জানা গিয়েছিল হীরার চোটের কথা। ফিরে এসেছিলেন কলকাতায়। ভর্তি বেসরকারি এক হাসপাতালে। চোটের কারণে তিনি খেলতে পারেননি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে।
অস্ত্রপোচারের পর হীরা নিজের ছবি এবং বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কমেন্ট বক্সে সুস্থতা কামনা করছেন তাঁর অনুগামী এবং ফুটবল প্রেমীরা – শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।