East bengal: প্রথম একাদশ থেকে বাদ পড়লেন হীরা মণ্ডলের দাদা, এলেন গিল

Calcutta League,East Bengal,match ,Rainbow,

কলকাতা ফুটবল লীগের আরও একটি ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East bengal)। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ। ইতিমধ্যে প্রথম একাদশ ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। স্টার্টিং ইলেভেন থেকে বাদ পড়েছেন নিরঞ্জন মণ্ডল। তার বদলে এক নবাগত ফুটবলার সুযোগ পেলেন।

চলতি কলকাতা ফুটবল লীগের শুরুটা ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মতো হয়নি। প্রথম ম্যাচে আটকে গেলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা অসুবিধা হয়নি ক্লাবের। লীগের শেষ ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোল জিতেছিল ইস্টবেঙ্গল। তবে খেলা যে খুব ভালো হয়েছিল এমনটা নয়। ফাঁকা গোল মিস করেছিল ইস্টবেঙ্গল। ভুল করেছিল পুলিশের রক্ষণ বিভাগ। সেই সুযোগে হয়েছে গোল। লাল হলুদ ব্রিগেডের আপ ফ্রন্টে গোল করার লোকের যেমন অভাব রয়েছে, তেমনই ডিফেন্সের ক্ষেত্রেও একাধিক ত্রুটি চোখে পড়েছে ইতিমধ্যে।

   

খিদিরপুর বিরুদ্ধে আজকের ম্যাচে প্রথম একাদশে বদল করেছে ইস্টবেঙ্গল। বাদ পড়েছেন হীরা মণ্ডলের দাদা নিরঞ্জন মণ্ডল। তার জায়গায় সুযোগ পেয়েছেন এক তারকা ফুটবলার। তিনি গুরসমরাত সিং গিল। কিছু দিন আগেই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তাকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ডিফেন্ডার গিলকে কেন্দ্র করে অনেক আশা রয়েছে লাল হলুদ সমর্থকদের মধ্যে।

নৈহাটি স্টেডিয়ামে গুরসমরাত সিং গিল কেমন খেলেন সে দিকে ইস্টবেঙ্গল জনতা চোখ রাখবেন। এবার ভালো দল গড়েছে ইস্টবেঙ্গল। দল গঠনের কাজ এখনও বাকি রয়েছে। এখনও অব্দি যা সই হয়েছে তাতে ভালো ফলাফলের ব্যাপারে ফুটবল প্রেমীরা কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবের ভালো ফলাফলের ব্যাপারে আশা করতে পারে । তবে সই করলেই তো আর হল না। মাঠে নেমে পারফর্ম করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন