East Bengal: লাল-হলুদ জার্সিতে এবার কলকাতা লিগে হীরা ও সার্থক

   আগামীকাল থেকে কলকাতা লিগ অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে কাজের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী। আজ নিজেদের শেষ অনুশীলন করেছে কলকাতার…

Hira Mandal and Sarthak Golui
  

আগামীকাল থেকে কলকাতা লিগ অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে কাজের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী। আজ নিজেদের শেষ অনুশীলন করেছে কলকাতার এই প্রধান দল।‌ রবিবার দুপুরে বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এবারও বিনো জর্জের তত্ত্বাবধানে অভিযান শুরু করছে ছোটরা।

এবার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আদিত্য পাত্রের হাতে। এছাড়াও তন্ময় দাসের দিকেও বিশেষ নজর থাকবে সকলের। তবে কলকাতা লিগের কথা মাথায় রেখে বাংলার ফুটবলারদের ভিন রাজ্যের থেকেও একাধিক তরুণ ফুটবলারদের দলে নিয়েছে মশাল ব্রিগেড।

   

এছাড়াও এই প্রিমিয়ার ডিভিশন লিগের কথা মাথায় রেখে ময়দানের একাধিক পরিচিত মুখের উপরেও ভরসা রেখেছে এই প্রধান।‌ যাদের মধ্যে রয়েছে মনোতোষ চাকলাদার থেকে শুরু করে সুব্রত মুর্মুর মতো ফুটবলার। এছাড়াও আরো দুই ফুটবলারকে দেখা যেতে পারে যাদের মধ্যে রয়েছেন হীরা মন্ডল থেকে শুরু করে সার্থক গোলুইয়ের মতো ফুটবলার। এ

কটা সময় এই লাল-হলুদ জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন দুজনে। পরবর্তীতে আইএসএলের অন্যান্য ক্লাবে খেলার সুযোগ থাকলেও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। তবে এবার প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য তাদের আনা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।

যতদূর খবর, এবারের কলকাতা ফুটবল লিগে তাদের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে পরবর্তীতে সিনিয়র দলে প্রমোট করা হতে পারে দুই ফুটবলারকে। কিন্তু তার আগে কলকাতা লিগে নিজেদের সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য এই দুজনের।