নতুন মরসুমে ইস্টবেঙ্গলকে (East Bengal) হয়তো একাধিক নতুন ফুটবলার নিতে পারে। অফ ফর্মে কারণে কয়েকজন ফুটবলারকে যে বিদায় জানানো হবে সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সম্ভাবনা সত্যি হলে ফর্মে থাকা খেলোয়াড়ও বিদায় নিতে পারেন লাল হলুদ শিবির থেকে।
মরসুমের মাঝপথে হিজাজি মাহেরকে (Hijazi Maher) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। চোট পাওয়া জর্ডন এলসের বদলে হিজাজিকে দলের নিয়েছিল ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রত নিজে পছন্দ করে পাকা করেছিলেন হিজাজিকে। কুয়াদ্রতের মতো অভিজ্ঞ কোচ যে প্রতিভা চিনতে ভুল করেননি সেটা বুঝতে বেশি সময় লাগেনি।
লাল হলুদ ক্লাবে যোগ দেওয়ার কয়েক দিন পর ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হিজাজি মাহের। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইমপ্যাক্ট। রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে গিয়ে কিছু গোল করেছেন ইতিমধ্যে। সব মিলিয়ে নবাগত ফুটবলারদের মধ্যে হিজাজি হিট।
হিজাজি মাহেরের খেলা ইস্টবেঙ্গল সমর্থকদেরও মনে ধরেছে। লাল হলুদ সমর্থকদের অনেকেই চাইছেন আগামী মরসুমেও ইস্টবেঙ্গল ক্লাবে থাকুক হিজাজি। কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। আগামী মরসুমে হিজাজি মাহের ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন কি না বলা মুশকিল। শোনা যাচ্ছে, একাধিক ক্লাবের প্রস্তাব ইতিমধ্যে পেয়েছেন তিনি। বিদেশি ক্লাবের হয়ে খেলার দরজাও হিজাজি মাহেরের সামনে খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে।