Kolkata Derby: ঘোষণা হল কলকাতা ডার্বির দিনক্ষণ, কবে মুখোমুখি হবে মোহন-ইস্ট?

kolkata Derby

গত কয়েকদিন আগে ধুমধাম করে অনুষ্ঠান করে শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার এফসি ও সার্দান সমিতি। তবে এখনো পর্যন্ত কলকাতা তিন প্রধানের ম্যাচ অনুষ্ঠিত নাহলে ও আগামী ৫ তারিখ পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নেমে লিগের অভিযান শুরু করবে মোহনবাগান। তার ঠিক পরের দিন খেলবে মহামেডান। এরপর ১০ তারিখ মাঠে নামার কথা ইমামি ইস্টবেঙ্গলের।

তবে সেই ম্যাচ গুলির থেকে ও এখন সকলের নজর রয়েছে ডার্বি ম্যাচের দিকে। মূলত কলকাতা লিগ দিয়ে শুরু হয় ময়দানের ফুটবল মরশুম। তারপর ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল, আইলিগ ও সুপার কাপের মতো টুর্নামেন্ট গুলি দিয়ে শেষ হয় মরশুম। তবে প্রত্যেক টুর্নামেন্টেই ডার্বির উন্মাদনা থাকে চরমে। সেজন্য কোনো টুর্নামেন্টর সূচি প্রকাশ হলেই সকলের নজর গিয়ে পড়ে মোহন-ইস্টের ম্যাচের দিকে।

   

এবার সেই নিয়েই ঘোষণা হল ম্যাচের দিনক্ষণ। তবে কলকাতা লিগ নয় এবার ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি ম্যাচ। সবদিক বজায় থাকলে আগামী আগস্ট মাসের ১১ তারিখ একে অপরের মুখোমুখি হবে দুই প্রধান। তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে মরশুমের এই প্রথম ডার্বি খেলার আগে বাংলাদেশের একটি দলের বিপক্ষে খেলতে হবে মোহন-ইস্ট দল কে। তারপর ডুরান্ড কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে এই দুই প্রধান ফুটবল ক্লাব। যার জন্য এখন থেকেই দিনগোনা শুরু করে দিয়েছে দুই প্রধানের সমর্থকরা। কিন্তু প্রশ্ন হল চলতি কলকাতা লিগে কি তাহলে একে অপরের বিরুদ্ধে খেলবে না দুই দল?

এক্ষেত্রে উঠে আসছে বেশকিছু অঙ্ক। যেমন নিজেদের গ্রুপ থেকে যদি প্রথম তিনে স্থান করে নিতে পারে দুই প্রধান তাহলে হয়ত টুর্নামেন্টের সুপার সিক্সে মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ-মেরুন। তবে কলকাতা লিগের জন্য নিজেদের জুনিয়র দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেইমতো অনুশীলন ও শুরু করে দেওয়া হয়েছে তাদের তরফে। তবে জুনিয়রদের সামনে রেখে আদৌ কতটা সফল হতে পারে এই দুই দল এখন সেটাই মূলত দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন