হাইভোল্টেজ ম্যাচে ফিরছেন আর্শদীপ, বাদ পড়ছেন তারকা! রইল ভারতের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) দুর্দান্ত সূচনা করেছে ভারতীয় দল (India)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল,…

high voltage clash in Asia Cup 2025 between India vs Pakistan Predicted Playing XI

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) দুর্দান্ত সূচনা করেছে ভারতীয় দল (India)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল, তাও ৯৩ বল হাতে রেখেই। সেই জয়ের পর এবার ভারতের সামনে সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ (High Voltage Clash), স্থান সেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

সুপার সিক্সে দাপুটে লড়াই ইস্টবেঙ্গলের, সুরুচিকে গোলের মালা ডায়মন্ডের

   

এই ম্যাচে জয় পেতে হলে ভারতকে নামাতে হবে শক্তিশালী ও সুনির্বাচিত একাদশ। সেই লক্ষ্যেই একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে দলে। শোনা যাচ্ছে, ব্যাটসম্যান-উইকেটকিপার সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে ফিনিশার হিসেবে দলে নেওয়া হতে পারে জিতেশ শর্মাকে। অন্যদিকে বোলিং বিভাগে ফিরছেন তারকা পেসার আর্শদীপ সিং।

প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন ছিলেন একাদশে, কিন্তু ব্যাট হাতে সুযোগ পাননি। ওপেনিংয়ে ছিলেন শুভমন গিল এবং অভিষেক শর্মা, এই জুটি কার্যত ধ্বংস করেছে আরবের বোলিং লাইনআপ। সেক্ষেত্রে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা কম। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের পাশাপাশি একজন কার্যকর ফিনিশার দরকার। সেখানেই এগিয়ে আসছেন জিতেশ শর্মা, যিনি শেষের দিকে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন।

কাফা কাপে চমক দেখাতে ব্যর্থ এই তিন ফুটবলার!

ম্যাচে একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। বাকি পেস অপশন হিসেবে ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অতিরিক্ত পেসার প্রয়োজন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাই সম্ভবত দলে ফিরছেন আর্শদীপ সিং।

Advertisements

বুমরাহ নেতৃত্ব দেবেন পেস আক্রমণের, সঙ্গে থাকতে পারেন আর্শদীপ। স্পিন বিভাগে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুন চক্রবর্তী রয়েছেন ছন্দে। এই তিনজন মিলে পাকিস্তানের মিডল অর্ডারকে চাপে ফেলতে চাইবেন।

পাকিস্তানের বিরুদ্ধে দলে বড় বদল! কাদের উপর ভরসা? ইঙ্গিত দিলেন সূর্য

ভারতের সম্ভাব্য একাদশ পাকিস্তানের বিরুদ্ধে হতে পারে:

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুন চক্রবর্তী