নয়া ফুটবল মরসুমে রক্ষণভাগের শক্তি বাড়াতে হেক্টর ইউস্তেকে (Hector Yuste) দলে টেনেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করানোয় একটা সময় চমকে গিয়েছিল আপামর লাল-হলুদ জনতা। উল্লেখ্য, গত সিজনে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণভাগে উঠে ও নিজের জাত চিনিয়ে ছিলেন এই তারকা। এই অনবদ্য পারফরম্যান্সের দরুন একাধিক ম্যাচে অভূতপূর্ব সাফল্য পায় মোহনবাগান। এমনকি লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে ও আনোয়ার আলির সঙ্গে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হেক্টর।
Also Read | বসুন্ধরাকে হারিয়ে ফিরে এল জয়ের ধারায় ইস্টবেঙ্গল, তবুও সন্তুষ্ট নন অস্কার
কিন্তু নতুন সিজনে জোসে মোলিনার হাতে দলের দায়িত্ব আসার পর হেক্টরকে রিলিজ করে দেয় ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে দলে টেনেছে পড়শী ক্লাব। রক্ষণভাগ মজবুত করে নয়া মরসুম শুরু করার লক্ষ্য থাকলেও খুব একটা কাজে দেয়নি সেই প্রচেষ্টা। ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই হোঁচট খেতে হয় ইস্টবেঙ্গলকে। সেদিনই দলের সঙ্গে যোগদান করে লাল-হলুদ জার্সিতে প্রথম খেলতে নেমেছিলেন এই তারকা। তবুও পরাজয় ঠেকানো সম্ভব হয়নি। সেই হতাশা ভুলে আইএসএলের মঞ্চে দাপটের সাথে অভিযান শুরু করার লক্ষ্য থাকলেও তাতে ও খুব একটা সুবিধা করতে পারেনি লাল-হলুদ।
Also Read | ভারতীয় জাতীয় ফুটবল দলে ডাক পেতে পারেন এই পাঁচ নতুন প্রতিভা
কিন্তু এবার এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ময়দানের এই প্রধান। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফরম্যান্স করে আসছেন দলের ফুটবলাররা। সেই ধারা বজায় থেকেছে গত মঙ্গলবারের ম্যাচে। যেখানে বসুন্ধরা কিংসের বিপক্ষে সহজ জয় পেয়েছে মশাল ব্রিগেড। এই ম্যাচে দলের আক্রমণ ভাগের ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট সতেজ থেকেছে দলের রক্ষণভাগ। তবে ম্যাচের মাঝপথেই চোট পেয়ে মাঠ ছাড়তে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। যা নিঃসন্দেহে চিন্তার ফেলে দিয়েছে ম্যানেজমেন্টকে। বর্তমানে তাঁর চোট কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়।
Also Read | এপারের মশালের আগুনে পুড়ে ছাই ওপার বাংলার বসুন্ধরা কিংস
যতদূর শোনা যাচ্ছে, বুধবার হেক্টরের চোটের স্থান পরীক্ষা করা হবে। তারপরেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। যারফলে আগামী ১লা নভেম্বরের ম্যাচে নাজমেহ এফসির বিপক্ষে আদৌও তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই প্রসঙ্গে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন বলেন, ” হেক্টর ইউস্তে এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করছিল, সে এই ম্যাচে আমাদের সাফল্যের অংশ। মাঝখানে তাঁর পেশীর সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখনই এই নিয়ে কোনও কিছু বলা সম্ভব নয়। তবে আমি আশা করি আমরা তাঁকে ফিট করে আনতে পারব। সেটা সম্ভব না হলে আমাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকবে।”