HomeSports NewsEast Bengal: কলকাতায় ফিরতে পেরে খুশি ইউস্তে, কী বললেন কুয়াদ্রাত?

East Bengal: কলকাতায় ফিরতে পেরে খুশি ইউস্তে, কী বললেন কুয়াদ্রাত?

- Advertisement -

নতুন সিজনে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে হেক্টর ইউস্তে (Hector Yuste)। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। কিন্তু আসন্ন মরসুমের তাঁকে আর দলে রাখেনি দল। মাস কয়েক আগেই হেক্টরকে রিলিজ করে দেয় মোহনবাগান। সেই সুযোগ কাজে লাগিয়েই এই চেনা মুখকে দলে টেনে নেয় ইমামি ইস্টবেঙ্গল।

   

নতুন সিজনে কথা মাথায় রেখেই ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই ফুটবল ক্লাব। যারফলে কলকাতায় ফিরতে পেরে যথেষ্ট খুশি হেক্টর ইউস্তে। দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ইমামি ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। ক্লাবের বর্তমানে উদ্দেশ্য ও আগামী দিনের পরিকল্পনাই প্রধান কারন আমার কলকাতায় ফিরে আসার।’

হেক্টর আরো বলেন, ‘ এটা একটা বিশেষ অনুভূতি। এই ঐতিহাসিক ক্লাবের জার্সি গায়ে চাপানোর। আমি মনে করি সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব। জয় ইস্টবেঙ্গল।’

অপরদিকে তাঁকে দলে নেওয়ার প্রসঙ্গে লাল-হলুদের সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘হেক্টর আমাদের যথেষ্ট সহায়তা করবে এশিয়া ও ইউরোপের শীর্ষ স্তরে দল গুলির সাথে লড়াই করার ক্ষেত্রে। পরিস্থিতি অনুযায়ী তাঁর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বড় ম্যাচে যথেষ্ট গুরুত্ব রাখবে। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সে বহু বিজয়ী দলের সদস্য থেকেছে। গত মরসুমে ভারতে ফুটবল খেলার ক্ষেত্রে হেক্টরের অভিজ্ঞতা আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। সেজন্য তাঁকে দলে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular