বিগত কয়েক মরসুমের তুলনায় এবার ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স ছিল অনেকটা আশাপ্রদ। শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। মরণ বাঁচন ম্যাচে পরাজয়। চলতি ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রত (Coach Carles Cuadrat)।
ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে কার্লেস কুয়াদ্রত বলেছেন, “ওরা যখন তৃতীয় গোল করে, তার পরে আমাদের আর তেমন কিছু করার ছিল না। তখন ম্যাচের শেষ দিক। শারীরিক ভাবে আর পারছিল না ছেলেরা… সমর্থক ও শুভানুধ্যায়ীদের জন্য আমরা দুঃখিত।”
পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালই করেছিল লাল হলুদ ব্রিগেড। বক্সের বাইরে ড্রিবল করা সায়ব ব্যানার্জীর করা গোল ইস্টবেঙ্গলের পক্ষে স্কোরলাইন করেছিল ১-১। তারপর দুই দলের মধ্যে অনেকটা পার্থক্য গড়ে দিয়েছিলনে মাদিহা তালাল। শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জিতেছে পাঞ্জাব এফসি।
ঠিক কোন জায়গায় ভুল করল ইস্টবেঙ্গল? লাল হলুদ কোচ জানিয়েছেন, ““দ্বিতীয়ার্ধে, আমরা একটা ভাল সুযোগ পেয়েছিলাম, যখন আমন বক্সের মধ্যে গোল করার ভাল সুযোগ পেয়ে যায়। তখনও আমরা খেলায় ছিলাম। ৬০ মিনিট পর্যন্ত আমাদের ফুটবলারদের খেলা দেখে মনে হয়নি যে ওরা ক্লান্ত… এক ঘণ্টা পর্যন্ত আমরা লড়াই করেছি। কিন্তু তিন নম্বর গোলের পর সেই লড়াই শেষ হয়ে যায়।”