একাধিক ফুটবলার ছাড়তে পারেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াড। যার মধ্যে রয়েছেন কুড়ি বছর বয়সী এক উদীয়মান ফুটবলার। এটিকে এবং এটিকে মোহন বাগান দীর্ঘ দিন থেকেও নিজেকে প্রমাণ করার খুব বেশি সুযোগ পাননি।
নতুন মরশুমের আগে সুমিত রাঠি দল বদল করতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে ইন্ডিয়ান সুপার লিগের ঠিক কোন দল তাঁকে নিতে আগ্রহী সে ব্যাপারে বিশদে তখন জানা যায়নি। মুম্বই সিটি ফুটবল ক্লাবের নাম জল্পনায় রয়েছে। শনিবার সকালে পাওয়া আপডেট অনুযায়ী সুমিত রাঠিকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব।
সুমিত ছাড়াও বাগানের একাধিক ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল যোগাযোগ করেছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে রয় কৃষ্ণা, প্রীতম কোটালদের মতো তারকাদের সঙ্গেও কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব কথা বলেছে বলে অনুমান।
উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এই সেন্ট্রাল ব্যাক ২০১৮ সাল থেকে কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত। এটিকে বি দলে থাকার সময় খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ। পরে সিনিয়র দলের সঙ্গে মাঠে নেমেছিলেন প্রায় চোদ্দোটি ম্যাচে। ২০২০ থেকে তাঁর ম্যাচ টাইম কমেছে উল্লেখযোগ্যভাবে।