HomeSports NewsPro Kabaddi League: শেষ মুহূর্তে আউট তিন ডিফেন্ডার, গুজরাট জায়ান্টসের জয়ের হ্যাটট্রিক

Pro Kabaddi League: শেষ মুহূর্তে আউট তিন ডিফেন্ডার, গুজরাট জায়ান্টসের জয়ের হ্যাটট্রিক

- Advertisement -

প্রো কাবাডি ২০২৩-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস বনাম ইউ মুম্বা। আয়োজক দল গুজরাট উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩৯-৩৭ ব্যবধানে জিতে জয়ের হ্যাটট্রিক করে। দুই ম্যাচের পর প্রো কাবাডি ২০২৩-এ (Pro Kabaddi League) এটি ইউ মুম্বার প্রথম পরাজয়। এই ম্যাচে সোনু জগলান গুজরাট জায়ান্টসের হয়ে ১১ টি রেডিং পয়েন্ট করেন এবং অধিনায়ক ফাজেল আত্রাচালি রক্ষণে সর্বাধিক ৪ পয়েন্ট সংগ্রহ করেন। ইউ মুম্বার হয়ে গুমান সিং (১০) সবচেয়ে বেশি পয়েন্ট নেন এবং মহেন্দ্র সিং রক্ষণভাগে হাই ৫ রান করেন।

আরও পড়ুন: Pro Kabaddi League: সচিনের আক্রমণে হিমশিম খেল জলদস্যুরা

   

প্রথমার্ধের পর গুজরাট জায়ান্টসের বিপক্ষে ১৮-১৬ গোলে এগিয়ে ছিল ইউ মুম্বা। শুরু থেকেই ইউ মুম্বা এগিয়ে ছিল। এদিকে তারা আয়োজক দলকে অলআউট দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। তবে গুজরাট দুটি সুপার ট্যাকল করার সময় নিজেদের রক্ষা করেছিল এবং ব্যবধানও হ্রাস করেছিল। প্রথমার্ধের শেষে ফজল রেডিংয়ে একটি পয়েন্ট সংগ্রহ করেন এবং ডিফেন্সে সুপার ট্যাকল করেন। প্রথম ২০ মিনিটে রেডিংয়ে ১১ পয়েন্ট ও ডিফেন্সে ৫ পয়েন্ট সংগ্রহ করে গুজরাট। ইউ মুম্বা রেডিংয়ে ১৩ পয়েন্ট এবং ডিফেন্সে ৩ পয়েন্ট পেয়েছে।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!

গুজরাট জায়ান্টস দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল এবং এর মধ্যে তারা প্রথমবারের মতো ইউ মুম্বাকে অলআউট করতে সক্ষম হয়েছিল। এ কারণে ম্যাচেও এগিয়ে ছিল তারা। গুজরাট এখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে। ম্যাচের শেষে ইউ মুম্বা তাদের রেইডার এবং মহেন্দ্র সিংকে নিয়ে ঘুরে দাঁড়িয়ে গুজরাটকে চাপে ফেলে দিয়েছিল। শেষ কয়েক মিনিটে জায়ান্টদের বাকি দুই ডিফেন্ডারকে আউট করে গুজরাটকে জয় এনে দেন জাফর। সেই সঙ্গে স্কোরও সমতায় ফেরে।

পরে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এক পর্যায়ে মনে হয়েছিল প্রো কাবাডি ২০২৩ এর প্রথম টাই ম্যাচ হতে চলেছে। তবে শেষ মুহূর্তে গুজরাটের সবচেয়ে দুর্দান্ত রেইডার সোনু জগলান প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে আউট করে সুপার ১০ শেষ করেন। এই জয়ে চলতি মরশুমে টানা তৃতীয় ম্যাচ জিতল গুজরাট। ইউ মুম্বা পেয়েছে মাত্র এক পয়েন্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular