Kiyan Nassiri: ১২ তারিখের ম্যাচের আগে গোলে ফিরলেন ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান

কিয়ান নাসিরির (Kiyan Nassiri) কথা মনে করলেই সবার আগে ভেসে ওঠে পরপর তিনটি গোলের ছবি। হ্যাটট্রিক! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নেমে একাই করেছিলেন তিন গোল।

Kiyan Nassiri

কিয়ান নাসিরির (Kiyan Nassiri) কথা মনে করলেই সবার আগে ভেসে ওঠে পরপর তিনটি গোলের ছবি। হ্যাটট্রিক! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নেমে একাই করেছিলেন তিন গোল। ঘুরে গিয়েছিল ম্যাচের মোড়। রাতারাতি তারকা বনে গিয়েছিলেন জামশেদ নাসিরির ছেলে। বৃহস্পতিবার Durand Cup এর প্রথম ম্যাচেও গোল পেয়েছেন কিয়ান।

খাতায় কলমে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে এগিয়ে ছিল মোহন বাগান সুপার জায়ান্ট । তাও কলকাতা ফুটবল লীগ খেলা অধিকাংশ ফুটবলার দিয়ে দল সাজিয়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের বাস্তব রায়রা। প্রথম একাদশ সহ রিজার্ভ বেঞ্চে কোনো বিদেশি ফুটবলারকে রাখা হয়নি এদিনের ম্যাচে। সিনিয়র ফুটবলারদের মধ্যে ছিলেন কেবল লিস্টন কোলাসো এবং মনভীর সিং। দুজনকেই শুরু থেকে মাঠে নামিয়েছিলেন কোচ। আর তাতেই আরও সহজ হয়েছে কাজ। দুই ভারতীয় তারকার সঙ্গে জমে উঠেছিল সুহেল, হামতেদের কম্বিনেশন। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে ম্যাচ শেষ হয় ৫-০ ব্যবধানে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ধরাশায়ী বাংলাদেশ আর্মি ফুটবল দল।

   

Durand Cup-এ বড় ম্যাচ আগামী ১২ আগস্ট। তার আগে ৭ আগস্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট। তৃতীয় ম্যাচে ডার্বি। ইস্টবেঙ্গল Durand অভিযান শুরু করবে আগামী ৬ আগস্ট। পরের ম্যাচ ডার্বি খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। কলকাতা ফুটবল লীগের পাশাপাশি Durand Cup-এও ভালো ফর্ম অব্যাহত রেখেছে মোহনবাগান।

ইতিমধ্যে ডার্বিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বাড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। টিকিট নিয়েও উৎসাহ রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে । পাঞ্জাব এফসি ম্যাচেও আত্মবিশ্বাসের সঙ্গে সবুজ মেরুন ফুটবলাররা মাঠে নামবেন। পরপর দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে ডার্বি জয়ের ব্যাপারে ফের হট ফেভারিট হবে মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জ্বলে ওঠার জন্য মরীয়া হবেন সুহেল, কিয়ান, লিস্টনরা।