Saturday, December 6, 2025
HomeSports NewsIPL : নাইটদের বিরুদ্ধে বরাবর এই রেকর্ড গড়েন বেঙ্গালুরুর ক্রিকেটাররা

IPL : নাইটদের বিরুদ্ধে বরাবর এই রেকর্ড গড়েন বেঙ্গালুরুর ক্রিকেটাররা

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে পরপর দু’টি মেডেন ওভার হর্শল প্যাটেলের। বুধবার কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RCB) বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি। এর আগে একমাত্র বোলার হিসেবে আইপিএল-এ এই কৃতিত্ব ছিল মহম্মদ সিরাজের। দুই ক্রিকেটারই নাইটদের বিরুদ্ধে ম্যাচে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Advertisements

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শ্রেয়স আয়ারের দল। পাশাপাশি চলতি আইপিএলে প্রথম জয় কুড়িয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪ বল বাকি থাকতে কেকেআরকে ৩ উইকেটে পরাস্ত করেছে আরসিবি।

   

বারোতম ওভারে হাতে বল তুলে নিয়েছিলেন প্যাটেল। ওভারের চতুর্থ বলে তিনি স্যাম বিলিংসের উইকেট তুলে নেন। তাঁর পরের শিকার আন্দ্রে রাসেল। ১৮ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এদিনের ম্যাচে হর্শলের বোলিং ফিগার ৪-২-১১-২।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ২২ অক্টোবর ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম বোলার হিসেবে পরপর মেডেন ওভার নিয়েছেন মহম্মদ সিরাজ। ম্যাচ হয়েছিল আবু ধাবিতে। তিনটি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, টম বান্টনের উইকেটে নিয়েছিলেন সেই ম্যাচে।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular