বেঙ্গালুরু ছাড়তে চলেছেন এই তরুণ মিডফিল্ডার, কোথায় যাবেন?

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের সিজন শুরু করেছিল বেঙ্গালুরু এফসি ( Bengaluru FC)৷ কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল আইএসএলের প্রথম ম্যাচেই। পরবর্তীতে বেশ…

Harsh Patre

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের সিজন শুরু করেছিল বেঙ্গালুরু এফসি ( Bengaluru FC)৷ কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল আইএসএলের প্রথম ম্যাচেই। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বেশ কিছু ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। সেই হতাশা কাটিয়ে এই বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নতুন বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর টানা পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সুনীল ছেত্রীদের। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

Also Read | লাজংয়ের এই ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি এফসি গোয়ার

   

তবে গত ফেব্রুয়ারি থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি। ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় আলবার্তো নগুয়েরার ভাসানো বল পা ছুঁইয়ে প্রতিপক্ষের গোলে ঠেলে দেন জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে। পরবর্তীতে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং অনবদ্য ডিফেন্সের মধ্য দিয়ে জয় সুনিশ্চিত করে জারাগোজার ছেলেরা। তারপর দুইটি নিয়মরক্ষার ম্যাচকে একেবারেই হালকা ভাবে নেয়নি কর্নাটকের এই ফুটবল ক্লাব।

Also Read | ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ? ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

Advertisements

কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তারপরে ও কলিঙ্গ সুপার কাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সকলে। তবে কাজের কাজ কিছুই হয়নি। কাপ জয়ের বদলে অনায়াসেই ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। যারফলে এবার ও খালি হাতেই সিজন শেষ করল সুনীল ব্রিগেড। এই ধাক্কা ভুলে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএলের এই দল।

Also Read | ভারতীয় ফুটবলের নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন কোচ জামিল!

এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি দল ছাড়তে চলেছেন বেঙ্গালুরু এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার হর্ষ পাত্র (Harsh Patre)। শেষ সিজনে ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের মতো টুর্নামেন্ট মিলিয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই তরুণ মিডফিল্ডারের। তারপরেই হয়তো অন্য দলে সই করবেন তিনি। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এফসি গোয়ার নাম।