Thiery Henry’কে টপকে গেলেন Harry Kane!

Harry kane

সোমবার এভার্টনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম‍্যাচে জোড়া গোল করে আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি’র রেকর্ড ভাঙলেন টটেনহ‍্যাম হটস্পারের ইংল্যান্ড তারকা হ‍্যারি কেন (Harry kane )।

এইমুহুর্তে প্রিমিয়ার লিগের আসরে দ্বিতীয় সর্বাধিক গোল স্কোরার হ‍্যারি, তার সংগ্রহের গোল সংখ্যা – ১৭৬ টি।এই তালিকায় এইমুহুর্তে তিনি পিছনে আছেন কিংবদন্তি চেলসির ফুটবলার বর্তমান এভার্টনের কোচ ফ্রাঙ্ক ল‍্যাম্পার্ড।

   

সোমবার এভার্টন’কে ৫-০ ব‍্যাবধানে হারিয়ে দিয়েছে টটেনহ‍্যাম,জোড়া গোল করেছেন হ‍্যারি কেন।এটাই স্পার্স’দের এই মরশুমে সবচেয়ে বড়ো জয়।এই জয়ের সুবাদে লিগের প্রথম চারে ঢুকে পরলো ইংল্যান্ডের এই ক্লাব।

এদিন খেলা শেষে সাক্ষাৎকারে দেওয়া কালীণ হ‍্যারি বলেন, ” আমি এমন’ই সুযোগের অপেক্ষায় ছিলাম,নিশানায় শট মারার বিষয় বরাবরই আত্মবিশ্বাসী আমি।আমার সাফল্যে কোনো রহস্য নেই শুধু’ই প্রাক্টিস।থিয়েরি অঁরি খুব বড়ো মাপের একজন স্ট্রাইকার, তাকে টপকে যেতে পেরে দারুণ খুশি আমি।”

প্রসঙ্গত, প্রিমিয়ার লীগের সর্বকালের সেরা গোলস্কোরের তালিকায় কেনের আগে আছেন ম‍্যানচেস্টার সিটির তারকা সের্গিও আগুয়েরো।তিনি ক্লাবের হয়ে করেছিলেন ১৮৪ টা গোল।প্রথম তিন স্থান অধিকারী অ্যালান শেয়ারার (২৬০),ওয়েন রুনি (২০৪) এবং অ্যান্ডি কোলে (১৮৭)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন