Harmanpreet Kaur: টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন অভিজ্ঞ অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় মহিলা দলের টপ অর্ডার খারাপ অবস্থায় ছিল। ম্যাচ চলাকালীন অধিনায়ক হরমনপ্রীত কৌরকেও (Harmanpreet Kaur) রানের জন্য লড়াই করতে…

harmanpreet kaur

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় মহিলা দলের টপ অর্ডার খারাপ অবস্থায় ছিল। ম্যাচ চলাকালীন অধিনায়ক হরমনপ্রীত কৌরকেও (Harmanpreet Kaur) রানের জন্য লড়াই করতে দেখা গেছে। শুধু অস্ট্রেলিয়াই নয়, গত বেশ কয়েকটি ম্যাচ ধরে নিজের পুরোনো ফর্মের জন্য লড়াই করছেন কৌর। এর মধ্যে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাট। মিডল অর্ডারে কৌরের ফ্লপ হওয়া দলের জন্য বড় উদ্বেগের বিষয়।

পরিস্থিতি এমন যে হরমনপ্রীত কৌর শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি। এ ছাড়া শেষ আট টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ গড়ে রান করেছেন তিনি। সিরিজের নির্ণায়ক ম্যাচে কৌর ভারতীয় দলের হয়ে মোট ছয়টি বলের মুখোমুখি হন। এর মধ্যে তিনি করেন মাত্র ৩ রান। ম্যাচ চলাকালীন নিজের ধীর গতির বলে এই ম্যাচের ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে আটকা পড়েন তিনি।

   

টি-টোয়েন্টি ফরম্যাটে হরমনপ্রীত কৌরের শেষ কিছু ইনিংস:
৩ রান – বনাম অস্ট্রেলিয়া, ৯ জানুয়ারি – নভি মুম্বই
৬ রান – বনাম অস্ট্রেলিয়া, ৭ জানুয়ারি – নভি মুম্বই
অপরাজিত ৬ – বনাম ইংল্যান্ড, ১০ ডিসেম্বর – মুম্বই
৬ রান – বনাম ইংল্যান্ড, ৯ ডিসেম্বর – মুম্বই
২৬ রান – বনাম ইংল্যান্ড, ৬ ডিসেম্বর – মুম্বই

কৌরের ধারাবাহিক ফ্লপ পারফরম্যান্স কোচ অমল মজুমদারের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, শুধু হরমনপ্রীত কৌরই নন, বর্তমানে পুরো টপ অর্ডারকে রানের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছাড়া বাকি দুই ম্যাচে জয় পেয়েছে সফরকারী দল। এই সময়ে ভারতের টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও এই দুটি ম্যাচেই খারাপভাবে ব্যর্থ হয়।