Pandya’s wife Natasha: সোশ্যাল মিডিয়াতে পান্ডিয়া জায়ার উষ্ণতায় তপ্ত নেটিজেনরা

Pandya's wife Natasha

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিক (Pandya’s wife Natasha) সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। গত কয়েকদিন ধরে তিনি স্বামী ও সন্তান অগস্ত্যকে নিয়ে গ্রীসে ছুটি কাটিয়ে এসেছেন। ছবিতে পান্ডিয়া পরিবারকে সেখানে সুন্দর নীল সমুদ্র এবং সৈকত উপভোগ করতে দেখা গিয়েছে।

নাতাসা তার পোস্টের সাথে কিছু দুর্দান্ত ক্যাপশনও লিখেছেন। ওই ছবি ও ক্যাপসন থেকে বোঝাই যাচ্ছে তারা ওই গ্রীষ্মের ছুটি পুরোপুরি উপভোগ করেছেন। তবে পান্ডিয়া পরিবার এখন দেশে ফিরে এসেছে,তা হার্দিক পান্ডিয়ার ইনস্ট্রাগাম প্রোফাইল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে।

   

Pandya's wife Natasha: সোশ্যাল মিডিয়াতে পান্ডিয়া জায়ার উষ্ণতায় তপ্ত নেটিজেনরা

নিজের ইনস্ট্রাগাম প্রোফাইলে নাতাসা স্ট্যানকোভিক গ্রীষ্মের ছুটির যে ছবি শেয়ার করেছেন তা মুহুর্তেই ভাইরাল হয়ে উঠেছে।ভাইরাল ওই ছবিগুলোর কমেন্ট সেকশনে নাতাসার ফলোয়ারদের প্রতিক্রিয়া চমকে দেওয়ার মতো।ওই কমেন্ট বক্সে ফলোয়াদের মধ্যে কেউ ‘হট ভাবি জি’ ‘হটি’, আবার কেউ নিন্দায় কমেন্ট বক্সে প্রতিক্রিয়া দিয়েছে,ওয়াহ নট লুকিং গুড’। এককথায় নাতাসা স্ট্যানকোভিকের ইনস্ট্রাগাম প্রোফাইলের ছবিগুলো উষ্ণতার ঝড় তুলেছে নেটিজেনদের হৃদয়ে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল এখন জিম্বাবোয়ে সফরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন হার্দিক পান্ডিয়া। আসন্ন এশিয়া কাপ ২০২২’র জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন