অনুশীলন শুরু, ৬ বছর পর টেস্টে ফেরার জন্য প্রস্তুত হার্দিক

আইপিএলে জিরো থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের হিরো – হার্দিক হিমাংশু পান্ডিয়ার সম্পর্কে বর্তমানে এই উক্তি সাবলীল ভাবেই পোষন করা যায়।সদ্য সমাপ্ত ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ…

Hardik Pandya Sparks Test Comeback Buzz as He Trains with Red Ball

আইপিএলে জিরো থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের হিরো – হার্দিক হিমাংশু পান্ডিয়ার সম্পর্কে বর্তমানে এই উক্তি সাবলীল ভাবেই পোষন করা যায়।সদ্য সমাপ্ত ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে সমস্ত ক্রিকেটবোদ্ধাদের। তবে সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটলেও চোট সমস্যার জন্য লাল বলের ক্রিকেটে দেখা যায়নি মুম্বাইয়ের অলরাউন্ডারকে। প্রায় ৬বছর আগে ইংল্যান্ড সিরিজে শেষবার সাদা জার্সি গায়ে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার সাদা পোশাকের ক্রিকেটে ফের দেখা যাবে হার্দিককে (Hardik Pandya)।ভারতীয় তারকা অলরাউন্ডার ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন।

চলতি ভারত – বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি তাঁর। অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছিলেন, পুরোপুরি ‘ফিট ‘ না হওয়া পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেট খেলতে চান না।তবে গতকাল বরোদা ক্রিকেট মাঠে লাল বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। এছাড়াও বেশ কিছু সূত্র মারফৎ জানা গেছে যে, আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে যেতে পারেন হার্দিক।সেখানে লাল বলের ক্রিকেটে আরো বেশি করে ঘাম ঝরাবেন তিনি।

   

এই মুহুর্তে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২৬টি ম্যাচ খেলে ৩১০৮ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে ৩৮ টি ম্যাচ খেলে ৪১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।তাই কোনো সিরিজ  হারলে টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল খেলা খুবই কঠিন হয়ে পড়বে ভারতের কাছে। তাই বাংলাদেশ সিরিজ খেলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।পায়ের চোটের জন্য মহম্মদ শামিকে এই গুরুত্বপূর্ণ সিরিজে ভারত পাবে কি না সে বিষয়ে এখনো নিশ্চয়তা নেই।তাই অস্ট্রেলিয়ায় টিম ম‌্যানেজমেন্টের ভাবনায় হার্দিক রয়েছেন। হার্দিকের দলে থাকার অর্থ টিমের ব‌্যালান্স অনেকটাই বেড়ে যাওয়া। তিন পেসারের সঙ্গে হার্দিক থাকবেন চতুর্থ পেসার হিসেবে।এছাড়াও অস্ট্রেলিয়ার পিচে ব‌্যাটিং গভীরতাও বাড়বে টিমের।

ইস্টবেঙ্গলে নিশ্চিত হতে পারে আরও একটা পুরস্কার

বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলবে ভারত।শোনা যাচ্ছে সেই সিরিজেই অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি শুরু করতে চান খোদ কোচ গৌতম গম্ভীর।শোনা যাচ্ছে, এই টেস্ট সিরিজে ঘরের মাঠে বাউন্সি এবং গ্রিন টপ উইকেট রাখা হবে। তাই নিজের দিক থেকে কোনো খামতি রাখছেন না ভারতের এই তারকা অলরাউন্ডার।প্রসঙ্গত এই বছরটা খুব একটা ভালো যায়নি মুম্বাই তারকার। ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বিবাহবিচ্ছেদের ছায়া।এমনকি পুত্র অগস্ত্যকেও পুরোপুরিভাবে নিজের কাছে রাখতে পারেননি তিনি।তবে সবকিছুকে ছাপিয়ে টি২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক (Hardik Pandya)।আর সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই সাদা জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে।