World Cup 2023: বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন হার্দিক, দলে প্রসিদ্ধ কৃষ্ণা

hardik pandya

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারতীয় দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি পান্ডিয়া। শেষ পর্যন্ত পান্ডিয়াকে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল।

তাৎপর্যপূর্ণভাবে, টিম ইন্ডিয়াকে এই মুহূর্তে বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দেখাচ্ছে। ৭ ম্যাচের সবকটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। কোনও দলই ভারতের সামনে দাঁড়াতে পারেনি। পান্ডিয়াও টিম ইন্ডিয়ার শক্তির অন্যতম কারণ। মিডল অর্ডারে খেলা তারকা অলরাউন্ডার পান্ডিয়া দলকে নিখুঁত ভারসাম্য এনে দেন। এ ছাড়া বোলিং করে দলকে উইকেটও পাইয়ে দেন পান্ডিয়া। পান্ডিয়া বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই ধারাবাহিক খেলেছেন সম্প্রতি। হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে একজন ম্যাচ জয়ী খেলোয়াড়। কিন্তু এখন তিনি আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না।

   

তবে টিম ইন্ডিয়ার বর্তমান কম্বিনেশনে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এই প্রথম একাদশে ক্রমাগত আরও ভাল করছে। আশা করা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এলেও প্লেয়িং ১১-এ কোনো পরিবর্তন হবে না।

হার্দিক পান্ডিয়ার ইনজুরির পর প্রথম একাদশে সুযোগ পান মহম্মদ শামি। মহম্মদ শামি গত তিন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। শামির ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনো দলের ব্যাটিং লাইনআপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন