IPL : নয়া ভূমিকায় প্রথম ম্যাচে বাজিমাত পান্ডিয়ার 

আইপিএলের  (IPL) প্রথম আত্মপ্রকাশ গুজরাত লায়ন্সের।  প্রথমবার ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব হার্দিক পান্ডিয়ার ওপর।  আর প্রথম আত্মপ্রকাশেই বাজিমাত।  প্রথমবার বিশ্বের কোটিপতি লিগ, আইপিএল-এ অংশ নেওয়া শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল, লখনউকে ৫ উইকেটে হারাল গুজরাত লায়ন্স।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাতী সিংহরা। প্রথম থেকেই সিংহ গর্জনে বেসামাল হয়ে পড়েছিল লখনউ। মহম্মদ সামির আগুনে পেসের সামনে দাঁড়িয়ে একে একে ফিরে যান কে এল রাহুল, ডি কক-রা। পরে ইনিংসের হাল ধরেন দীপক হুডা এবং অনামী আয়ূষ বাদোনি। দুজনের চওড়া ব্যাটে ভর করে ২০ ওভারে ১৫৮ তোলে।

Advertisements

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট  হারায় গুজরাতী সিংহরা। কিন্তু ওয়েড আর  হার্দিকের ক্যাপ্টেন্স নক, দলকে রান তাড়া করতে সাহায্য করে। পরে কিলার মিলার  আর তেওটিয়ার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২ বল বাকি থাকতেই জিতে নেয় গুজরাতী সিংহরা।