একমাসও হয়নি ডিভোর্স, নতুন প্রেমে মজলেন হার্দিক? জল্পনা তুঙ্গে

কয়েকদিন আগেই সার্বিয়ার মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya Girlfriend)। তবে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার…

Hardik Pandya Girlfriend

কয়েকদিন আগেই সার্বিয়ার মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya Girlfriend)। তবে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার নাকি আবারও প্রেমে পড়েছেন। সমর্থকদের একাংশের দাবি, এক ব্রিটিশ গায়িকার সঙ্গে নাম জড়াতে শুরু করেছে হার্দিকের। এই ব্রিটিশ গায়িকার নাম জ্যাসমিন বালিয়া। কীভাবে হার্দিক-জ্যাসমিন প্রেমের কাহিনী প্রকাশ্যে এল? আসুন, সেই গল্পটাই আপাতত জেনে নেওয়া যাক।

Advertisements

সম্প্রতি হার্দিক পান্ডিয়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। জ্যাসমিন বালিয়াও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাঁকেও ওই একই সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

আর এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই হার্দিক এবং জ্যাসমিনের ডেট করার গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুজনেই আপাতত গ্রিসে রয়েছেন। সঙ্গে নিজেদের ছুটি উপভোগ করছেন। জ্যাসমিন বালিয়া সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকতে ভালোবাসেন। ব্রিটিশ গায়িকা হওয়ার পাশাপাশি টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ নামডাক রয়েছে।

লন্ডনের এসেক্স শহরে জন্মগ্রহণ করেন জ্য়াসমিন। কিন্তু ভারতের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। আসলে তাঁর বাবা-মা জন্মসূত্রে ভারতীয়। ২০১০ সালে ব্রিটিশ রিয়ালিটি টিভি সিরিজ ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’-য়ে জ্যাসমিনও ছিলেন। এই অনুষ্ঠানটি গোটা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল।

২০১৮ সালে বলিউডে ডেবিউ করেন জ্যাসমিন বালিয়া। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমায় ‘বাম ডিগি’ গানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। পাশাপাশি, বিগ বস ১৩ অনুষ্ঠানের ফাইনালিস্ট আসিম রিয়াজের সঙ্গে ২০২২ সালে একটি মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা যথেষ্ট পছন্দ করেছিলেন।