এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর ইন্ডিয়ান সুপার লিগ টপার হায়দরাবাদ এফসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিয়ে টগবগ করে ফুটছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির।
জয়ের এমন আবহে সবুজ মেরুন ফুটবলার আশিক কুরুনিয়ান সোশাল মিডিয়াতে পোস্ট করে লিখেছে, “আমাদের জন্য একটি বড় জয় কারণ সবাই মাঠে তাদের সবকিছু দিয়েছে 💪🏻
আমাদের মেরিনার্সদের সামনে এই গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি 💚❤️ আগামী সপ্তাহে দেখা হবে 🏟️⚽ “প্রসঙ্গত,ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে রেজাল্ট হতাশাজনক হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জেদ থেকেই ওগবেচেদের বিরুদ্ধে ১-০ গোলে জয় ঘরের মাঠে। ফলে খুশি ভক্তরাও।
ATKমোহনবাগানের পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, ডিসেম্বরের ৩ তারিখ।এই ম্যাচেও প্রীতম, শুভাশিস, আশিস,হুগো বাউমাসদের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।