হ্যান্ডশেক ইস্যুতে কড়া বার্তা ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের

এশিয়া কাপের (Asia Cup 2025) উত্তেজনা এখন চূড়ায়। মাঠের লড়াইয়ের থেকেও যেন বেশি আলোচিত হচ্ছে মাঠের বাইরের ঘটনা। হ্যান্ডশেক বিতর্কে যখন গোটা ক্রিকেটবিশ্বে চলছে আলোচনা,…

Asia Cup 2025 kapil dev statement

এশিয়া কাপের (Asia Cup 2025) উত্তেজনা এখন চূড়ায়। মাঠের লড়াইয়ের থেকেও যেন বেশি আলোচিত হচ্ছে মাঠের বাইরের ঘটনা। হ্যান্ডশেক বিতর্কে যখন গোটা ক্রিকেটবিশ্বে চলছে আলোচনা, তখন একদম স্পষ্ট ভাষায় পাকিস্তান দলকে কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।

Advertisements

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “এগুলো নিতান্তই ছোটখাটো বিষয়। খেলোয়াড়দের উচিত নিজেদের খেলায় মন দেওয়া। কে কাকে করমর্দন করল বা করল না, তা নিয়ে এত বড় বিতর্কের দরকার নেই। এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার।”

বিজ্ঞাপন

এশিয়া কাপের গ্ৰুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে বিতর্কের শুরু হয় টসের সময়। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন না করেই মাঠে ঢোকেন। পরে ভারত জয়ী হলেও, ম্যাচ শেষে ভারতীয় দলকেও করমর্দন করতে দেখা যায়নি পাক ক্রিকেটারদের সঙ্গে। বিষয়টি নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা।

ঘটনাটি আরও জটিল হয় আরব আমিরশাহির বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের আগে। হ্যান্ডশেক বিতর্ক ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করে, যা খারিজ করে আইসিসি। এরপরই এক ঘণ্টার বেশি সময় ধরে মাঠে নামতে অস্বীকার করে পাকিস্তান দল।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কপিল দেব বলেন, “পাকিস্তান এখন মোটেই ভালো ক্রিকেট খেলছে না। সেটা নিয়ে ওদের ভাবা উচিত। মাঠের বাইরের বিতর্কে সময় নষ্ট না করে নিজেদের পারফরম্যান্সে মন দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “যদি কেউ হাত না মেলায়, তাতে কিছু যায় আসে না। ওটা নিয়ে অযথা রাজনৈতিক ও বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করা ঠিক নয়। কিছু কিছু ক্রিকেটার যেভাবে এই ঘটনাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটা খুবই দুঃখজনক।”

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা এখানে খেলতে এসেছি। কিন্তু তার থেকেও বড় কিছু বিষয় আছে। পহেলগাঁওয়ে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা হ্যান্ডশেক করিনি। এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”

তিনি আরও জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, জবাব দেব মাঠে। সেটাই দিয়েছি। বিসিসিআই এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েই আমরা কাজ করেছি।”