পুরুষদের ক্রিকেটে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই যুদ্ধের আবহ। কিন্তু এবার সেই উত্তেজনার আঁচ পড়তে চলেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপেও (ICC Womens World Cup)। আগামী রবিবার, ৫ অক্টোবর কলম্বোর মাঠে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মহিলা দল (India Cricket News)। এই ম্যাচ ঘিরে আগে কখনও এমন আবেগ, বিতর্ক বা রাজনৈতিক টানাপোড়েন দেখা যায়নি, যা এবার দেখা যাচ্ছে (Bengali Sports News)।
সম্প্রতি এশিয়া কাপে পুরুষদের ভারত-পাক ম্যাচ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার ছায়া স্পষ্ট মহিলাদের বিশ্বকাপেও। পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে সূর্যকুমার যাদবরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন থেকে বিরত ছিলেন। এমনকি ট্রফি গ্রহণ করতেও অস্বীকার করেন। সেই ঘটনার জেরেই এবার প্রশ্ন উঠেছে, হরমনপ্রীতরাও কি একই পথে হাঁটবেন?
ফেসবুক পোস্টেই ডুবলো ক্যারিয়ার? জাতীয় দল থেকে ব্যান হলেন তারকা ক্রিকেটার
ভারতীয় মহিলা দলের অধিনায়ক অবশ্য এখনও পর্যন্ত শান্ত মেজাজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা এখন শুধুই ক্রিকেট খেলায় মন দিচ্ছি। মাঠের বাইরের বিষয় নিয়ে আমরা ভাবছি না।”
তবে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটারদের একাংশ মনে করছেন, পুরুষদের দলের মতোই কড়া অবস্থান নেওয়া উচিত হরমনদের। শোভা পন্ডিত জানিয়েছেন, “এ পরিস্থিতিতে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের কোনও দরকার নেই। তাদের উপেক্ষাই হোক জবাব।” একই সুরে কথা বলেছেন সন্ধ্যা আগরওয়ালও। তাঁর মতে, “পুরুষদের দল যেমন আচরণ করেছে, হরমনদেরও তেমনই করা উচিত। এতে দলের ওপর বাড়তি চাপ পড়বে না।”
অন্যদিকে, পাকিস্তান দল নিয়েও বিতর্ক থেমে নেই। পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফতিমা সানা সম্প্রতি এক ম্যাচে ভারত-বিরোধী বার্তা দেওয়া রউফের বিতর্কিত মুদ্রা নকল করে হাস্যরস করেছেন, নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টিকে হালকাভাবেই দেখাতে চাইলেও, তাতে বিতর্ক প্রশমিত হয়নি।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল জানিয়েছেন, “আমাদের মহিলা দলের উচিত ভারতের বিরুদ্ধে না খেলা। আমাদের কঠোর অবস্থান নিতে হবে।” তাঁর এই মন্তব্যের পর দুই দেশের রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটীয় মঞ্চেও যেন আরও স্পষ্ট।
নিরাপত্তা ইস্যুতে ইরান সফর বাতিল বাগানের, কড়া সিদ্ধান্ত নিল AFC!
তবে, ইতিহাস বলছে, মহিলা ক্রিকেটে এখনও পর্যন্ত পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। ১১টি একদিনের ম্যাচে প্রতিবারই জিতেছে ভারত, তাও বড় ব্যবধানে। ২০১৭ সালের বিশ্বকাপে ১০৭ রানে জিতেছিল ভারত। তবে তখন ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে হাসিমুখে আড্ডা দিতে দেখা গিয়েছিল। পাকিস্তানি অধিনায়ক মিসবা মারুফের কোলের শিশুকন্যাকে কোলে নিয়ে সময় কাটিয়েছিলেন স্মৃতি মন্ধানারা। কিন্তু এবার এমন চিত্র হয়তো দেখা যাবে না।
ভারতীয় দল শক্তি ও ফর্মে অনেকটাই এগিয়ে। তবে মাঠের বাইরে রাজনৈতিক পরিস্থিতি এবং পূর্ববর্তী আচরণের জেরে চাপ থাকছেই। হরমনপ্রীত জানিয়ে দিয়েছেন, মাঠে ক্রিকেটই হবে তাঁদের একমাত্র ফোকাস। তবে করমর্দন হবে কি না, তা রবিবারই স্পষ্ট হবে।
क्या इस बार मिलेंगे हाथ? इस संडे फिर क्रिकेट के मैदान पर होगी भारत-पाकिस्तान की भिड़ंतhttps://t.co/IapN6Zxjc7
— Patrika Hindi News (@PatrikaNews) September 30, 2025
Handshake Controversy raises due to India vs Pakistan in ICC Womens World Cup