সিঙ্গাপুর ম্যাচের আগে ফুরফুরে মেজাজে গুরপ্রীত সিং সান্ধু

gurpreet-singh-sandhu-india-football-team-goalkeeper

গত ফুটবল সিজনটা খুব একটা ভালো ছিল না গুরপ্রীত সিং সান্ধুর (Gurpreet Singh Sandhu)। ভারতীয় ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসির জার্সিতে খুব একটা সুবিধা করতে পারেননি এই ভারতীয় গোলরক্ষক। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের ফাইনালে দল উঠলেও পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলে। নিজের সেই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে তৎপর ছিলেন তিনি। সেইমতো বহু আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছিলেন জাতীয় দলের এই গোলরক্ষক।

Advertisements

Also Read | আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বিশ্বকাপজয়ী তারকার

জাতীয় যুব দলের সঙ্গে ও অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর গত নেশনস কাপ থেকেই অনবদ্য ছন্দে ধরা দেন বেঙ্গালুরু এফসির এই ভরসাযোগ্য তিন কাঠির প্রহরী। বলতে গেলে গুরপ্রীত সিং সান্ধুরা দক্ষতার জন্য অতি সহজেই শক্তিশালী তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ব্লু-টাইগার্স। তারপর এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরানের সঙ্গে ও হাড্ডাহাড্ডি লড়াই করেছিল খালিদ জামিলের ছেলেরা। শেষ পর্যন্ত দল পরাজিত হলেও ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল সকলের।

India Football Team goalkeeper Gurpreet Singh Sandhu cryptic message on after India goalless draw against Bangladesh

Advertisements

তারপর দুর্বল আফগানিস্তানের বিপক্ষে দল অমীমাংসিত ফলাফলে শেষ করলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ওমানকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছিল ভারত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গুরপ্রীত সিং সান্ধুরা। তাঁর দক্ষ হাতেই শেষ পর্যন্ত আটকে গিয়েছিল ওমান। এক কথায় যা বিরাট বড় পাওনা ছিল সকলের কাছে। এবার সামনে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডের লড়াই। কাজটা যে একেবারেই সহজ নয় সেটা ভালো মতোই জানেন ভারতীয় দলের দায়িত্বপ্রাপ্ত কোচ খালিদ জামিল। তাই বেশ কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছেন তিনি।

Also Read | ট্রফি নিতে অস্বীকার, পাকিস্তানের প্রতিবাদে ভারতের সিদ্ধান্ত

এবার এক অনুশীলনের ভিডিও নিজের সোশ্যাল সাইটে আপলোড করেন গুরপ্রীত। যেখানে দেখা যায় গোলে শট নিচ্ছেন সুনীল ছেত্রী। তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন সান্ধু। যথেষ্ট ফুরফুরে মেজাজে চলছে অনুশীলন। আসন্ন সিঙ্গাপুর ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখাই প্রধান লক্ষ্য দলের সকল ফুটবলারদের।