এই সময়ে দাঁড়িয়ে ভারতীয় দলের (Indian Football) তিন কাঠির অন্যতম ভরসাযোগ্য প্রহরী গুরপ্রীত সিং সিন্ধু। দলের কোচ ইগর স্টিমাচের ও প্রথম পছন্দ তিনি। এই তারকা ফুটবলারের হাত ধরে বহু ম্যাচ জয় করেছে ভারতীয় দল। প্রতিপক্ষের আক্রমণ দল যখনই নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখনই দলের সাক্ষাৎ পতন রোধ করেছেন এই তারকা গোলকিপার। চলতি বছরের আইএসএলে বেঙ্গালুরু এফসির জার্সিতে যথেষ্ট সফল থেকেছেন তিনি। শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের কাছে ফাইনাল হারতে হলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে সর্বদা। তবে সেখানেই শেষ নয়।
এবারের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকান কে হারিয়ে সাফল্য পেয়েছে ব্লু টাইগার্সরা। এক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ অবদান থেকেছে গুরপ্রীত সিং সান্বু ও অমরিন্দর সিং। এক্ষেত্রে গুরপ্রীত সেরা হলেও সেই সাফল্য কে শুধু নিজের না বলে বরং দলের সাফল্য বলে উল্লেখ করেছেন। এই নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের দলের সকলের মধ্যেই যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। পারষ্পরিক প্রতিযোগিতা রয়েছে, তবে মাঠের বাইরে আমরা সকলেই সমান। আমরা সবাই সবার ভালো বন্ধু। তাই প্রয়োজন পড়লে যেকোনো দিন যেকোন কেউ এগিয়ে আসার ক্ষমতা রাখি।
পাশাপাশি তিনি আরও বলেন, দেশের জন্য খেলা সর্বদা একটা গর্বের বিষয়। তবে সুযোগ যখনই আসুক না কেন, তা কাজে লাগানো এবং নিজের সর্বস্ব দিতে পারাটাই মূল কথা। আগামী বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হতে চলেছে এএফসি এশিয়ান কাপ। তার আগে এখনো সাফ কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো দুই বড়ো টুর্নামেন্টে মুখোমুখি হবে সুনীলরা। আসন্ন এশিয়ান কাপের আগে এগুলিকে প্রস্তুতি হিসেবেই দেখছেন গুরপ্রীত।