Gujarat Giants: নতুন অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাট

উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর হবে ২০২৪ সালে। ২৩ ফেব্রুয়ারি থেকে এটি শুরু হচ্ছে। ডব্লিউপিএলের দিকে তাকিয়ে টুর্নামেন্টের সব দলই নিজ নিজ প্রস্তুতির জন্য দরকারী…

Gujarat Giants Name Captain for Women's Premier League 2024

উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর হবে ২০২৪ সালে। ২৩ ফেব্রুয়ারি থেকে এটি শুরু হচ্ছে। ডব্লিউপিএলের দিকে তাকিয়ে টুর্নামেন্টের সব দলই নিজ নিজ প্রস্তুতির জন্য দরকারী কাজ করা শুরু করে দিয়েছে। স্কোয়াডে বড়সড় পরিবর্তন এসেছে গুজরাট জায়ান্টসের (Gujarat Giants )।

গুজরাট জায়ান্টস WPL 2024 এর জন্য অস্ট্রেলিয়ার বেথ মুনিকে দলের অধিনায়ক হিসাবে নিয়োগ করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম মরশুমে অর্থাৎ WPL 2023-এ, বেথ মুনিকেও গুজরাট জায়ান্টস তাদের অধিনায়ক হিসাবে নিয়োগ করেছিল। কিন্তু বেথ মুনি WPL 2023-এর প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন এবং টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব দেয়া হয় ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানাকে।

স্নেহ রানার নেতৃত্বে দলের পারফরম্যান্স একেবারেই বলার মতো ছিল না। WPL 2024-এ স্নেহ রানাকে গুজরাট জায়ান্টসের সহ-অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। বেথ মুনির নাম ঘোষণার পর এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘তারা (মুনি ও স্নেহ), প্রধান কোচ মাইকেল ক্লিঙ্গার, গাইড ও উপদেষ্টা মিতালি রাজ এবং সহকারী কোচ নুশিন আল খাদিরের সঙ্গে নেতৃত্বের গ্রুপের অংশ হবেন।’

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লীগ ২০২৪। ১৭ মার্চ নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। WPL 2024-এ মোট 22 টি ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দিল্লি ও বেঙ্গালুরুতে। ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে WPL 2024-এ গুজরাট জায়ান্টস তাদের অভিযান শুরু করবে।