দলের সঙ্গে ওডিশা গেলেন না স্টুয়ার্ট, ফিরতে চলেছেন দেশে?

রবিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি‌। শেষ কয়েকটি ম্যাচের মত…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

short-samachar

রবিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি‌। শেষ কয়েকটি ম্যাচের মত এই ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য থাকবে সবুজ-মেরুনের। অন্যদিকে গত দুইটি ম্যাচের হতাশা ভুলে নিজেদের ঘরের মাঠে পুরো পয়েন্ট সংগ্রহ করতে চাইবেন সার্জিও লোবেরার ছেলেরা। সেইমতো গত কয়েকদিন ধরেই অনুশীলন চালিয়েছে দুই দলের ফুটবলাররা। তবে গ্ৰেগ স্টুয়ার্টের‌ (Greg Stewart) চোট প্রথম থেকেই চিন্তায় রেখেছিল সবুজ-মেরুনকে।

   

উল্লেখ্য, গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এফসির সঙ্গে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল সবুজ-মেরুনের এই তারকা ফুটবলারকে। প্রথমদিকে সেই নিয়ে খুব একটা সমস্যা না দেখা দিলেও সময় এগোনোর সাথে সাথেই সামনে আসে গোটা সমস্যার কথা। বিশেষ করে হায়দরাবাদ ম্যাচের সাময়িক ছুটি কাটিয়ে দলের সকল ফুটবলাররা অনুশীলনে ফিরলেও খুব একটা সক্রিয় থাকতে দেখা যায়নি স্কটল্যান্ডের এই দাপুটে ফরোয়ার্ডকে। প্রথম থেকেই দলের ফিজিওর সাথে আলোচনার পাশাপাশি মূলত মাঠের সাইড লাইনে নিজেকে প্রস্তুত করতে দেখা গিয়েছিল স্টুয়ার্টকে।

যারফলে তখন থেকেই ওডিশা ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। অবশেষে সেটাই হল এবার। আগামীকালের এই হাইভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে বর্তমানে গোটা দল জগন্নাথের রাজ্যে পাড়ি দিলেও শহরেই থেকে গিয়েছেন গ্ৰেগ স্টুয়ার্ট। জানা গিয়েছে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য এই তারকা আগ্ৰহ প্রকাশ করলেও এখনই বাড়তি ঝুঁকি নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা‌। সেজন্য, তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী এই ওডিশা ম্যাচের পর বেশকিছুদিন সময় পাবে সবুজ-মেরুন।

বিশেষ সূত্র মারফত খবর, এই সমস্ত কিছু মাথায় রেখেই নাকি আপতত স্কটল্যান্ড ফিরে যেতে চলেছেন গ্ৰেগ স্টুয়ার্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর চোট খুব একটা গুরুতর না হলেও নিজের দেশে কিছুদিন বিশ্রাম নিয়ে ফের বাগান অনুশীলনে যোগদান করবেন এই তারকা। সেক্ষেত্রে আগামী ২৩শে নভেম্বর জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে এই দাপুটে ফরোয়ার্ডকে।