ছন্দে ফিরছেন স্টুয়ার্ট, খেলবেন হায়দরাবাদ ম্যাচ?

গতবারের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও সময় যত এগিয়েছে নিজেদের দুরন্ত ছন্দে ধরা…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

গতবারের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও সময় যত এগিয়েছে নিজেদের দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলাররা। যারফলে বাকিদের টেক্কা দিয়ে অনায়াসেই ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের শীর্ষস্থানে চলে আসে ময়দানের এই প্রধান। বলতে গেলে এই সময় দাঁড়িয়ে টুর্নামেন্টের শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে মোহনবাগান। বাকি দলগুলির সঙ্গে প্রায় সমান ম্যাচ খেলেই পয়েন্টের ফারাক রয়েছে অনেকটাই।

মাঝে অ্যাওয়ে ম্যাচে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সবুজ-মেরুন শিবিরের। গত অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও তাঁরা পরাজিত করেছে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসিকে। দলের এমন পারফরম্যান্স সহজেই মন জয় করেছে বাগান সমর্থকদের। আগামী বছরের শুরুতেই নিজেদের ঘরের মাঠ অর্থাৎ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে।

   

হিসাব অনুযায়ী হায়দরাবাদ এফসি পয়েন্ট টেবিলের অনেকটা নিচে থাকলেও তাদের হালকাভাবে ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা‌। তাই পাঞ্জাব ম্যাচের পর খুব একটা সময় নষ্ট না করে রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। এদিন মূলত রিকভারি সেশন ছিল সকল ফুটবলারদের। তবে পরবর্তীতে পাসিং ফুটবলের পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিসে দেখা যায় জেসন কামিন্স থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ সহ দলের অন্যান্য ফুটবলারদের। তবে এদিন সকলের নজর কেড়েছিলেন স্কটল্যান্ডের তারকা ফুটবলার গ্ৰেগ স্টুয়ার্ট।

চোটের সমস্যায় বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এই তারকা ফুটবলার। যারফলে খেলতে পারেননি একাধারে ম্যাচ। তবে সময় এগোনোর সাথে সাথেই সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন এই দাপুটে ফুটবলার। তাই রবিবারের অনুশীলনে বল পায়ে দেখা গেল স্টুয়ার্টকে। কিন্তু এখনই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা‌। যারফলে আসন্ন হায়দরাবাদ ম্যাচে হয়তো তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেবেন না সবুজ-মেরুনের হেডস্যার। পাশাপাশি এদিন দলের অনুশীলনে দেখা যায়নি ভারতীয় তারকা আশিক কুরুনিয়ানকে।