গ্রেগের খেলার এই বৈশিষ্ট্য মোলিনার কোচিংয়ে হতে পারে কার্যকর

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) নিশ্চিত হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল বিদেশি ফুটবলার। স্কটিশ ফুটবলারের সই সংবাদ ইতিমধ্যে ক্লাব দিয়েছে।…

greg stewart

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) নিশ্চিত হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল বিদেশি ফুটবলার। স্কটিশ ফুটবলারের সই সংবাদ ইতিমধ্যে ক্লাব দিয়েছে। হোসি মোলিনার কোচিংয়ে গ্রেগের খেলার এই বৈশিষ্ট্য আরও বেশি করে কাজে লাগতে পারে।

   

আক্রমণভাগে বরাবর অবদান রেখেছেন গ্রেগ স্টুয়ার্ট। বয়স তিরিশের বেশি হলেও এখনও তাঁর স্কিলে মরচে ধরেনি। নিজে যেমন গোল করতে পারেন, তেমনই গোল করাতেও পারেন। যে কোনও দলে গোল করানোর লোক থাকা খুব জরুরি। হোসে মোলিনার আমলে গ্রেগের মতো একজন প্লে মেকার কার্যকর ভুমিকা নিতে পারেন।

কাজ শুরু করে দিলেন Jamie Maclaren, পোস্ট করলেন ভিডিও

গোল করার দক্ষতা ছাড়াও গ্রেগের পাসিং দক্ষতা নজরকাড়া। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তাঁর পারফরম্যান্স স্ট্যাট। অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, আইএসএল-এ স্টুয়ার্টের পাসিং অ্যাকিউরেসি ৮০ শতাংশ। ১ হাজার ৪৮৭টি সফল পাস বাড়িয়েছে। যার মধ্যে ১১৮টি ‘কি পাস’। আক্রমণে ১৩৯টি সুযোগ তৈরি করেছেন। ম্যাচ প্রতি পাসের সংখ্যা ৩৬। টাচের সংখ্যা ২ হাজার ৮৯২।

East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে অন্য ক্লাবে বিনোর ছাত্র

হোসি মোলিনাকে এবার কোচ হিসেবে নিযুক্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোলিনা মূলত মাঝমাঠের খেলার ওপর জোর দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করেন। তাঁকে কোচের পদে নিয়োগ করার পরেই ফুটবল প্রেমীদের অনেকে ধরে নিয়েছিলেন, মাঝমাঠে জমাটি ফুটবল খেলতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের গেম প্ল্যান কেমন হতে পারে সেটা মাঠে নামার পরেই বোঝা যাবে। আপাতত দোল গঠনের ধরণ থেকে কিছু অনুমান করা হচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট পাসিং ফুটবল খেলার ব্যাপারে দক্ষ। তাঁর পাসিং দক্ষতা স্প্যানিশ কোচের আমলে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয়।