নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করছে না, একটু রান করুক শুধু: উপদেশ গ্রেম স্মিথের

Graeme Smith

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা যে একেবারেই ফর্মে নেই, তা আলাদা করে বলার প্রয়োজন পরে না। আইপিএল থেকে টেস্ট বিশ্বকাপ, বলে বলঃ ধরা পরেছে ছন্দপতন। রোহিতের এই ছন্দহীন সময় নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি বলেন, রোহিত শর্মাকে এবার “রিফ্রেশ” বোতামটি টিপতেই হবে, নয়তো ছন্দে ফেরা আর হডে না তাঁর।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, “একজন অধিনায়কের কাছে তাঁর নিজের ব্যক্তিগত পারফর্মেন্সও একটি বড়ো চ্যালেঞ্জের ব্যাপার। এছাড়া অধিনায়কত্বের চাপ তো যায়েই না। রোহিতকে সবকিছু রিফ্রেশ করতে হবে। ওঁর ছন্দে কোনো ধারাবাহিকতা দেখি না আভি। আমরা আইপিএলেও দেখেছি, টেস্ট বিশ্বকাপেও দেখলাম, ছন্দে নেই রোহিত। অনেক সময় নিজের ব্যক্তিগত পারফর্মেন্স ঠিক থাকলে বাকি দিক সামলে নেওয়া যায়।”

   

তিনি আরো বলেন, “কেউ রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করছে না। তবে একটু নিজের খেলাতে উন্নতি করেন, একটু রান করেন, তাহলে অনেকটা চাপই হালকা হয়ে যায়। ওভালের টেস্ট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫ এবং দ্বিতীয় ইনিংসে ৪৩ করে আউট হয়ঃ যান “হিটম্যান”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন