দুর্দান্ত ফিচারে নতুন অবতারে Honda Unicorn 160

ভারতের বাইক নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো হোন্ডা। প্রায় কয়েক দশক ধরে দেশের মানুষের জন্য একের পর এক নিত্য নতুন বাইক নিয়ে আসে তারা। অন্যভাবে…

Honda Unicorn 160

ভারতের বাইক নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো হোন্ডা। প্রায় কয়েক দশক ধরে দেশের মানুষের জন্য একের পর এক নিত্য নতুন বাইক নিয়ে আসে তারা। অন্যভাবে বলতে গেলে মাইলেজ এবং পারফরম্যান্সের দিক দিয়ে অন্যান্য সব গাড়িকে অনেকটাই পিছনে ফেলে দেয় হোন্ডা।

সম্প্রতি তারা আরও একটি বাইক বাজারে নিয়ে এলো। বর্তমানে বাজারে হোন্ডার যে সমস্ত বাইক রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো Honda Unicorn 160, যদিও বাইকটি অনেক আগেই লঞ্চ করেছে কোম্পানি। কিন্তু এবার একটু ভিন্ন রূপে এই জনপ্রিয় বাইককে সকলের সামনে নিয়ে এলো তারা।

বাইরের লুক দেখে পুরনো মনে হলেও আসল বদলটি হয়েছে ইঞ্জিনের ওপর। এই বাইকে রয়েছে ১৬০ সিসির ইঞ্জিন, আর এবার সেই ইঞ্জিনকে আরও দুর্দান্ত করতে হাজির করা হলো OBD2 কমপ্লায়েন্ট ইঞ্জিন হিসাবে। অর্থাৎ এবার থেকে বাইকটির পারফরম্যান্স হবে আরও উন্নত। সাথে অবশ্য থাকছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান।

সুতরাং গতির দিক থেকেও কোন কম্প্রোমাইজ করেনি সংস্থা। পাশাপাশি গাড়ির ব্রেকিং উন্নত করতে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। তাই আগের থেকে এখন অনেকটাই সুরক্ষিত Honda Unicorn 160। এই ইঞ্জিন ৫৫৫০ RPM এ ১৪ NM টর্ক তৈরি করতে সক্ষম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই বাইকের নতুন নাম রাখা হয়েছে, এক লক্ষ দশ হাজার টাকার কিছু বেশি।