আসন্ন আগস্টের একেবারে প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup)। কিছুদিন আগেই তার সময়সূচি প্রকাশ করা হয়েছে ভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে। যেখানে বাংলাদেশের ফুটবল দলের পাশাপাশি একে অপরের মুখোমুখি হবে দুই প্রধান।
সূচি অনুযায়ী, আগামী ১২ ই আগস্ট মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে উঠেছে শহরের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। তাছাড়া এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়েই নিজেদের মরশুম শুরু করবে দুই প্রধানের সিনিয়র দল। তাই গত কয়েকদিন ধরেই অনুশীলন শুরু করেছেন দলের ফুটবলাররা। দুই দলের কোচ তথা কার্লোস কুয়াদ্রাত ও হুয়ান ফেরেন্দো গত কয়েকদিন আগে শহরে আসলেও অনেক আগে থেকেই নিজেদের মতো করে অনুশীলনে নেমে পড়েছেন লিস্টন-মহেশরা।
তাছাড়া, গতকাল শহরের বুকে অভিনব পদ্ধতিতে ডুরান্ড কাপের উদ্বোধন যেন বাড়তি উন্মাদনা তৈরি করেছে শহরের ফুটবল প্রেমীদের মধ্যে। শহরের অন্যতম জনপ্রিয় একটি বিল্ডিং দ্যা ৪২-র ছাদ থেকে এই ঐতিহ্যবাহী কাপের রেপ্লিকা নিয়ে প্যারাগ্লাইডিং করেন ভারতীয় সেনাবাহিনীর দুই অফিসার। একেবারে সেই বিল্ডিংয়ের ছাদ থেকে সোজা ব্রিগেডের মাঠে নেমে আসেন দুজনে। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে গোটা শহরবাসী। নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও ক্লিপ। এছাড়াও গতকাল শহর কলকাতায় প্রবেশ করে নিজের ট্যুর শেষ করেছে এই ডুরান্ড কাপ। গত কয়েকমাসে গোটা দেশ ঘুরে অবশেষে তিলোত্তমায় এসেছে এই ঐতিহ্যবাহী ট্রফি। এবারের এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ডুরান্ড কমিটির এই উদ্যোগ দেশের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে যে বাড়তি সাড়া ফেলতে পারে, তা কিন্তু বলাই চলে।
পূর্ব ঘোষণা মেনেই কলকাতা সহ আরও বেশকিছু শহরে আয়োজিত হবে ডুরান্ডের সমস্ত ম্যাচ। কিন্তু প্রশ্ন ছিল, যে কোথা থেকে মিলবে এই সমস্ত ম্যাচের টিকিট? সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে আজ বেলা ১২টার পর থেকেই অনলাইন মাধ্যম তথা “বুকমাই শো” থেকে কাটা যাবে ডুরান্ডের টিকিট। পাশাপাশি প্রিমিয়াম ডার্বি ম্যাচের টিকিট কাটার সুযোগ ও থাকছে এখানে। এছাড়াও কলকাতার দুই প্রধানের সিজন টিকিট কেনার ও ব্যবস্থা থাকছে এই অনলাইন সাইটে।