Goodbye ATK Mohun Bagan: ৬ জানুয়ারি সম্ভবত রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরবেন

roy krishna

Sports desk: চলতি আইএসেএলে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) ১১ তম রাউন্ডের শেষ ম্যাচ ৮ জানুয়ারি শনিবার, ওডিশা এফসি’র বিরুদ্ধে। তার আগে জানুয়ারি মাসের ৫ তারিখে হাবাসের টিম খেলবে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে, ফতোদরা স্টেডিয়ামে।

Advertisements

সম্ভবত হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ খেলেই ফিজির বিমান ধরার জন্য ফতোদরা স্টেডিয়াম থেকেই রওনা দিতে পারেন ফিজির ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ সম্ভবত ৬ জানুয়ারি মুম্বই’র ছত্রপতি শিবাজী আন্তজার্তিক বিমানবন্দর থেকে রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরবেন।

প্রসঙ্গত, ২০২২ ফিফা বিশ্বকাপ ওসেনিয়া বাছাইপর্বের জন্য রয় কৃষ্ণর ডাক পড়েছে ফিজির জাতীয় দলে।ফিজির কোচ ফ্লেমিং সেরিটস্টলেভ জানিয়েছেন, ফিজির জাতীয় দলে ডাক পাওয়া বিদেশের মাটিতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ১০ জানুয়ারী, ২০২২,শুক্রবার ফিজির জাতীয় দলে এসে রিপোর্টিং করতে হবে।

অসমর্থিত সূত্রে খবর, ১০ জানুয়ারি ফিজির জাতীয় দলে রয় কৃষ্ণর রিপোর্টিং সময়ের ডেডলাইন শেষ হচ্ছে। কোভিড-১৯ প্রোটকল মেনে নিভৃতবাসে থাকতে হবে কৃষ্ণকে। তাই ৬ জানুয়ারি ফিজির জন্য মুম্বই আন্তজার্তিক বিমানবন্দর থেকে বিমান ধরার প্রবল একটা সম্ভাবনা রয়েছে।

Advertisements

অসমর্থিত সূত্রে জানা গিয়েছে,দুই পথে মুম্বই থেকে ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরতে পারেন ATK মোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণ। সম্ভাবনা প্রথমটি হল, যেহেতু ভারত থেকে ফিজির সরাসরি কোনও বিমান পরিষেবা নেই। এক্ষেত্রে রয় কৃষ্ণকে মুম্বই থেকে কুয়ালালামপুর গামী বিমান ধরতে হবে। কুয়ালালামপুর বিমানবন্দরে বিমান থেকে নেমে ফিজির উদ্দেশ্যে বিমান ধরতে পারেন। অন্যদিকে মুম্বই বিমানবন্দর থেকেই ৬ জানুয়ারি দুবাই গামী বিমান ধরতে পারেন কৃষ্ণ, এরপর দুবাই থেকে ফিজির বিমান ধরতে পারেন।

অসমর্থিত সূত্রে এও খবর, দুবাই বিমানবন্দর থেকে ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরলে রয় কৃষ্ণর বিমান ফিজির বিমানবন্দরে অবতরণ করতে সময় বেশি লাগবে, কেননা ওই বিমানের যাত্রাপথ ঘোর পথের। তাই কুয়ালালামপুর গামী বিমান ধরেই রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে রওনা হওয়ার সম্ভাবনাই বেশি।