খুশির খবর পোস্ট করলেন সস্ত্রীক রয় কৃষ্ণা

আইএসএল শুরু হওয়ার আগে খুশির খবর এটিকে মোহনবাগান পরিবারের

roy krishna with wife

Sports desk: আইএসএল শুরু হওয়ার আগে খুশির খবর এটিকে মোহনবাগান পরিবারের। দলের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা বাবা হতে চলেছেন। বুধবার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা এবং তার স্ত্রী নাজিয়া দুজনে একসাথে একটি ছবি পোস্ট করেন।

ওই ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা লিখেছেন,”আমার প্রিন্সেস (রাজকন্যা) আসতে চলেছে”, সঙ্গে ওই প্রিন্সেস একটি ‘কন্যা সন্তানে’ এই খবর জানিয়ে ফুটবলার রয় কৃষ্ণা ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়েছেন তা পোস্ট করা ইমোজি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে।

   

roy krishna with wife

<

p style=”text-align: justify;”>আইএসএল টুর্নামেন্টের জন্য এটিকে মোহনবাগান এখন গোয়াতে। ১৯ নভেম্বর থেকে আইএসএল শুরু। প্রথম দিনে এটিকে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, ফতোদরা স্টেডিয়ামে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন