টানা চার ম্যাচে হার, কার্যত হতাশ করে তুলেছে সমর্থকদের। যদিও মরশুম শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন যোগদান করা দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু মোহনবাগানের কাছে ডার্বিতে হারের পর থেকেই যেন জুজু দেখল আন্দ্রে চেরনিশভের ছাত্ররা (Andrey Chernyshov)। এরই মধ্যে দলের ফুটবলার আ্যালেক্সিসের (Alexis Gomez) হাত ধরে সুখবর এল ময়দানের এই ক্লাবে।
Argentina : কোন কারণে মেসির উপস্থিতিতে বিপর্যয়ের মুখে পড়ল আর্জেন্টিনা ?
গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে সুযোগ পেয়েছিল মহামেডান। সেই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সাদা-কালো ব্রিগেডের সমর্থকরাও। সব কিছু ঠিকঠাকই চলছিল, এমনকি অ্যাওয়ে ম্যাচ ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল আ্যালেক্সিস-ফ্রাঙ্কারা। এরপরই যেন একের পর এক বিপর্যয় ঘটতে শুরু করে দিল শিবিরে। মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে তিন গোলে হার।
কেরালার ভারতীয় তারকার দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের
মিনি ডার্বিতে হারের ধাক্কা সামলে, নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্লোরেন্টরা। ম্যাচের শুরু থেকে তাঁরা এগিয়ে থাকলেও, ম্যাচ শেষে ফলাফল যায় তাঁদের বিপক্ষে। ম্যাচ হেরে রেফারিকেই দুষেছিলেন কোচ, কর্মকর্তা থেকে সমর্থকরাও। এরপর ঘরের মাঠেই প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। এই ম্যাচেও ৪-০ গোলে হেরে প্রশ্নের মুখে পড়েছিলেন খোদ রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। যদিও সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
এই মাসের শুরুতেই ময়দানের আরেক প্রধান তথা লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। লাল-হলুদের বিপক্ষেও ম্যাচ জিততে ব্যার্থ হয় তাঁরা। আগামী ২৭ নভেম্বর তাঁদের প্রতিপক্ষ লীগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি। এই ম্যাচের আগে সুখবর এল মহামেডান শিবিরে। সেই খবর নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় ক্লাবের পক্ষ থেকেই। বাবা হলেন আ্যালেক্সিস গোমস। রইল তাঁর সপরিবারের ছবি।
Welcoming Baby 𝑰𝒏𝒅𝒊𝒓𝒂 to the world!💕
Many congratulations to our player Alexis Gomezand his significant other on the birth of their daughter!
Wishing you health and happiness forever!🫶#MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan 🖤🤍 pic.twitter.com/3yNZVPxwxJ
— Mohammedan SC (@MohammedanSC) November 15, 2024