মনিপুরের এই উইঙ্গারকে এবার দলে টানল গোকুলাম

দল বদলের বাজারে এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত কয়েক সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের সই করিয়েছে ম্যানেজমেন্ট। গতবারের…

Gokulam Kerala Signs Manipur Winger Jangjagan Kuki for I-League 2025-26

দল বদলের বাজারে এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত কয়েক সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের সই করিয়েছে ম্যানেজমেন্ট। গতবারের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দক্ষিণের এই দল। পূর্বে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে থোকচোম মালেমঙ্গাম্বা সিংয়ের নাম। গত ফুটবল সিজন থেকেই জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শোনা গিয়েছে তাঁকে নিতে আগ্ৰহী এই আইলিগ জয়ীরা।

Also Read | হংকংকে ৯৪ রানে হারিয়ে আফগানিস্তানের শুরু এশিয়া কাপ অভিযান

   

তবে এসবের মাঝেই সকলকে চমকে দিয়ে মনিপুরী এক তারকাকে দলে নিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (Gokulam Kerala FC)। তিনি জাংজাগিন কুকি। উল্লেখ্য, শেষ ফুটবল সিজনে নাগাল্যান্ডের ফুটবল ক্লাব ২৭ ইউনাইটেড এফসির হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। এই খেলোয়াড়ের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। সেই কথা মাথায় রেখে এবার দেশের দ্বিতীয় ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগে তাঁকে খেলার সুযোগ করে দিল গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read | কবে থেকে প্রি-সিজন শুরু করতে পারে বেঙ্গালুরু?

Advertisements

সেখানে তাঁর ছবি আপলোড করে বলা হয়েছে ” মণিপুর থেকে আমাদের ফ্রন্টলাইনে।আমরা জাংজিগান কুকিকে স্বাগত জানাই। একজন উইঙ্গার যার লক্ষ্য হিসেবে রয়েছে কেবল জয়ের ক্ষুধা। শুরু হোক এবার তাঁর জাদু।” এবার এই নতুন দলে নিজেকে আদৌ কতটা মানিয়ে নিতে পারেন এখন সেটাই দেখার বিষয়। পাশাপাশি আইলিগের অন্যান্য শক্তিশালী দলগুলির ফুটবলারদের পাল্লা দিয়ে নিজের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে মনিপুরের এই ফুটবলারের কাছে। তাছাড়া গত কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম (Gokulam Kerala FC)।

গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই হতাশা কাটিয়ে নিজেদের পুরনো ছন্দ ফেরানোর পাশাপাশি প্রথম ডিভিশন ফুটবল লিগে আসার পরিকল্পনা থাকবে সকলের।