সন্তোষ ট্রফিতে নজরকাড়া বাংলার এই ফুটবলারকে দলে নিল Gokulam Kerala

বাংলার সন্তোষ জয়ী রানার্স আপ দলের সদস্য তন্ময় ঘোষ’কে দুই বছরের চুক্তিতে দলে নিলো Gokulam Kerala। গত মে মাসে এই বাঙালি মিডফিল্ডারের এই ক্লাবে যোগ…

Tanmoy Ghosh

বাংলার সন্তোষ জয়ী রানার্স আপ দলের সদস্য তন্ময় ঘোষ’কে দুই বছরের চুক্তিতে দলে নিলো Gokulam Kerala। গত মে মাসে এই বাঙালি মিডফিল্ডারের এই ক্লাবে যোগ দেওয়ার খবর এসেছিল প্রকাশ‍্যে।

ইষ্টবেঙ্গলের অনূর্ধ-১৮ দলের হয়ে খেলেছিলেন শুভ। এরপর উয়ারি ক্লাবে যোগদান করেন তিনি।এরপর কলকাতা লিগ শুরু’র আগে ইউনাইটেডে এসসি’তে যোগ দেন। ওর বল নিয়ন্ত্রণের ক্ষমতা নজর কাড়ে সকলের।

এবার বাংলার সন্তোষ রানার্স আপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তন্ময়। মাঝমাঠে তার দারুণ পারফরম্যান্স বাংলাকে ফাইনালে সুযোগ করে দেয়।এরপর একাধিক ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে শেষ অবধি গোকুলামেই গেলেন তিনি।

Advertisements

গতমরশুমে আইলিগ ট্রফি ডিফেন্ড করেছেন গোকুলাম কেরালা। ফাইনালে মহামেডান স্পোর্টিং’কে হারিয়ে দেয় গোকুলাম। আইলিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ট্রফি ডিফেন্ড করার নজির গড়েছিলো মহামেডান।