স্পেনের এই ফুটবলারকে দলে টানল গোকুলাম কেরালা

এবারে ঘর সাজানোর ক্ষেত্রে ময়দানের দুই প্রধানের তুলনায় খুব একটা পিছিয়ে ছিল না আইলিগের দল গুলি। এক্ষেত্রে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের পাশাপাশি যথেষ্ট…

Alfred Planas Moya Kolkata24x7 Sports News

এবারে ঘর সাজানোর ক্ষেত্রে ময়দানের দুই প্রধানের তুলনায় খুব একটা পিছিয়ে ছিল না আইলিগের দল গুলি। এক্ষেত্রে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের পাশাপাশি যথেষ্ট তৎপরতার সাথে এগোতে শুরু করেছিল আইলিগের দল গুলি। শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেডের পাশাপাশি সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে শুরু করেছিল গোকুলাম কেরালা। আগের মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য পায়নি দক্ষিণের এই দল। যারফলে ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)।

Advertisements

Also Read | স্পেনের এই ফরোয়ার্ডকে টানল গোকুলাম কেরালা এফসি

   

যদিও সেইসব এখন অতীত। আসন্ন সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। সেজন্য গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করেছে দক্ষিণের এই দল। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নীরবে নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। শেষ কয়েক মাসে একাধিক তরুণ প্রতিভাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। তবে সপ্তাহ কয়েক আগেই গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও একাধিক ফুটবলারদের দিকে নজর ছিল সকলের।

Also Read | Gokulam Kerala FC: গোকুলামের হয়ে ট্রফি জিততে চান কিনশি

যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আলফ্রেড প্লানাস মোয়া‌র নাম। অবশেষে আজ বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। পূর্বে স্পেনের চতুর্থ টায়ারের ফুটবল ক্লাব সেস্টাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। যদিও গত জুলাই মাসের শুরুতেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল স্পেনের এই ফুটবল দলের। পরবর্তীতে তাঁর সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছিঋ আইলিগ জয়ীরা। প্রথমদিকে সেই নিয়ে খুব একটা কিছু উঠে না আসলেও শেষ পর্যন্ত তার যোগদান নিশ্চিত করে দিল গোকুলাম।

এই অভিজ্ঞ ফুটবলারের ভারতে আসা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে দেবে দলের আক্রমণভাগকে। তাঁকে সামনে রেখে দল আদৌও সাফল্য পায় কিনা সেটাই দেখার বিষয়।