রক্ষণভাগে শক্তি বাড়াতে এই স্প্যানিশ তারকাকে দলে সই করাল গোকুলাম

শেষ কয়েক মাসে একের পর এক ফুটবলারদের দলে টেনেছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গতবারের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই…

A new wave hits the Malabarian coast! Welcome, Spanish defender Luis Matías Hernández! The 27-year-old joins us from DPMM FC after a successful stint

শেষ কয়েক মাসে একের পর এক ফুটবলারদের দলে টেনেছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গতবারের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। গত বেশ কয়েক মাস ধরেই সেইমতো ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল থোকচোম মালেমঙ্গাম্বা সিং থেকে শুরু করে গুরসিমরত গিলের মতো ফুটবলারদের নাম। অবশেষে কিছু সপ্তাহ আগেই তাঁদের যোগদানের কথা জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। কিন্তু সেখানেই শেষ নয়। পরবর্তীতে আরও একাধিক ফুটবলারদের দলে টানার পরিকল্পনা রয়েছে তাঁদের।‌

সেইমতো বেশকিছু দেশীয় প্রতিভাদের দলে টেনেছে গোকুলাম। তবে এবার বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট চমক দিল আইলিগের এই ফুটবল ক্লাব। এবার রক্ষণভাগ মজবুত করতে এক স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টানল দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব। তিনি মাতিয়াস হার্নান্দেজ। আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের যোগদানের কথা স্পষ্ট করে দিল গোকুলাম কেরালা এফসি। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার।

   

সেই দলের হয়ে খেলেছিলেন একাধিক ফুটবল ম্যাচ। মূলত সেন্টার ব্যাক হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে সেন্টার মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ও যথেষ্ট সক্ষম এই স্প্যানিশ তারকা। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। একটা সময় স্পেনের ভিলেগাস ফুটবল ক্লাব থেকে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে রায়োকান্ট্রাবিও থেকে শুরু করে সিডি মারিনহো এবং ফরমেন্টেরার মতো দলের হয়ে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি।

Advertisements

এমনকি বছর কয়েক আগে গোকুলাম কেরালা এফসির যুবদলে ও যোগদান করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু এবারের এই প্রত্যাবর্তন তাঁর জন্য কতটা ইতিবাচক থাকে সেটাই দেখার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News