কেরালার এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টানল গোকুলাম

লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকেই গত আই লিগ শেষ করেছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। তা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। প্রবল হতাশা দেখা দিয়েছিল…

NorthEast United FC Bids Farewell to Falguni Singh and Shighil Nambrath Ahead of New Season

লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকেই গত আই লিগ শেষ করেছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। তা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল গোকুলাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল ক্লাবের। বর্তমানে তাঁদের নজরে থাকা একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত করেছে এই ক্লাব।

এবার সেই তালিকায় যুক্ত হল শিঘিল নাম্ব্রথের নাম। পূর্বে জন আব্রাহামের ফুটবল দল তথা নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। সেই দলের হয়ে খেলেছিলেন প্রায় ছয়টি ম্যাচ। রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের পাশাপাশি ডুরান্ডের মতো টুর্নামেন্টে ও তাঁকে মাঠে নামিয়েছিল নর্থইস্ট শিবির। তবে নতুন সিজন শুরু হওয়ার আগে থেকেই এই তরুণ প্রতিভার দিকে নজর ছিল গোকুলাম কেরালা এফসির। সেইমত কথাবার্তাও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর।

   

অবশেষে সোমবার বিকেলে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল আই লিগ জয়ী এই ফুটবল ক্লাব। কেরালার এই ফুটবলের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আক্রমণভাগকে। বলাবাহুল্য, গত সিজনের মাঝামাঝি সময় পর্যন্ত চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি জয়ের ধারাবাহিকতা। সেই হতাশা ভুলে এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই।

Advertisements

এই নতুন দলে যোগদান করে শিঘিল বলেন, ” এই দলের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আগামী বছরগুলিতে দলকে গর্বিত করতে এবং আরও বড় সাফল্য অর্জনের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

Gokulam Kerala FC signs attacking midfielder Shighil Nambrath from NorthEast United FC for 2025-26 season. Boosting squad for I-League success with young talent.