আইলিগ জয়ী দল গোঁকুলাম কেরালায় সুযোগ পেলেন বাংলার দিলীপ ওঁরাও (Dilip Oraon)। দীলিপ হলেন সংশ্লিষ্ট ক্লাবের ইতিহাসে প্রথম ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আনা ফুটবলার । খুব শীঘ্র’ই সরকারি ভাবে তার নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফে ।
ইস্টবেঙ্গলের অনূর্ধ – ১৬ দলের হয়ে খেলা শুরু করেছিলেন দীলিপ । ২০১৯ সালে তিনি নবাব ভট্টাচার্যের নজরে আসেন, তিনি তাকে নিয়ে আসেন ইউনাইটেড স্পোর্টসে । মূলত লেফট উইংগার হিসেবে খেললেও রাইট উইংগার হিসেবে’ও বেশ ভালো খেলেন তিনি ।
এবছর বাংলার সন্তোষ ট্রফির স্কোয়াডেও ছিলেন দীলিপ । টিমকে ফাইনালে তুলে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । সন্তোষে ভালো পারফরম্যান্স দিয়ে তিনি এবং মহিতোষ রায় খবরের শিরোনামে উঠে আসেন ।
চোরা দৌড় আছে এই ফুটবলারের মধ্যে,ড্রিবলটাও বেশ ভালো করেন । উইং থেকে বাড়ানো তার বিধ্বংসী পাস গুলো বিপক্ষের ডিফেন্স’কে চিন্তায় ফেলে দেয় । দুর পাল্লার শট নিতেও দারুণ পারেন । পজিশন এবং পাসের উপর পরিশ্রম করলে পরবর্তী সময়ে জাতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে এই ফুটবলার ।