স্পেনের এই রাইট উইঙ্গারের দিকে নজর আইলিগের দলের

দল গঠনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় খুব একটা পিছিয়ে ছিল না আইলিগের দল গুলি। এক্ষেত্রে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের পাশাপাশি যথেষ্ট…

Spanish Winger Alfred Planas

দল গঠনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় খুব একটা পিছিয়ে ছিল না আইলিগের দল গুলি। এক্ষেত্রে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের পাশাপাশি যথেষ্ট তৎপরতার সাথে এগোতে শুরু করেছিল আইলিগের দল গুলি। শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেডের পাশাপাশি সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে শুরু করেছিল গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। আগের মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য পায়নি গোকুলাম (Gokulam Kerala FC)। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব।

যদিও সেইসব এখন অতীত। আসন্ন সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। সেজন্য গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা ছিল দক্ষিণের এই দলের। সেজন্য, ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নীরবে নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। শেষ কয়েক মাসে একাধিক তরুণ প্রতিভাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। তবে এবার গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও শোনা যাচ্ছে যে এখনও কয়েকজন ফুটবলারদের দিকে নজর রয়েছে গোকুলামের (Gokulam Kerala FC)।

   
Advertisements

তিনি আলফ্রেড প্লানাস মোয়া‌। পূর্বে স্পেনের চতুর্থ টায়ারের ফুটবল ক্লাব সেস্টাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। যদিও গত জুলাই মাসের শুরুতেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল স্পেনের এই ফুটবল দলের। শোনা যাচ্ছে এবার তাঁর সঙ্গে ও নাকি কথাবার্তা এগোতে শুরু করেছে আইলিগ জয়ীরা। যদিও তাঁর ভারতে আসার সম্ভবনা খুব একটা নেই বললেই চলে।