I League : ১৯ ম্যাচে গোল কন্ট্রিবিউশন ২২! ভারতীয় ফুটবলে নতুন গোল মেশিন

ভারতীয় ফুটবলে এখন হাই প্রোফাইল বিদেশি ফুটবলারের অভাব নেই। ইন্ডিয়ান সুপার লীগ হোক কিংবা আই লীগ (I League), আন্তর্জাতিক গুণমান সম্পন্ন এমন অনেক ফুটবলার এখন…

Alexis Sanchez

ভারতীয় ফুটবলে এখন হাই প্রোফাইল বিদেশি ফুটবলারের অভাব নেই। ইন্ডিয়ান সুপার লীগ হোক কিংবা আই লীগ (I League), আন্তর্জাতিক গুণমান সম্পন্ন এমন অনেক ফুটবলার এখন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। অনেকে খেললেও সবাই কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন না। সবাই Alex Sanchez এর মতো হন না। 

মরসুম শুরু হওয়ার আগের ট্রান্সফার উইন্ডোতে চমক দিয়ে লা লিগায় খেলা এই স্ট্রাইকারকে দলে নিয়েছিল। বয়স তিরিশ অতিক্রম করেছে। দারুণ কিছু করে দেখাবেন এমন প্রত্যাশা সবাই হয়তো করেননি। কিন্তু মরসুম যতো এগিয়েছে ততই গোলের সংখ্যা বাড়িয়েছেন নিজের নামের পাশে। 

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি আই লীগে সবথেকে বেশি গোল করেছেন স্পেনের Alex Sanchez। ১৯ ম্যাচে গোল কন্ট্রিবিউশন ২২। নিজে করেছেন ১৫ টি গোল, সতীর্থদের করিয়েছেন ৭ টি গোল। গোল কন্ট্রিবিউশন বাইশ।

অ্যালেক্স স্যান্সজের পুরো নাম Alejandro Sánchez López। বয়স এখন ৩৪ বছর। বলা বাহুল্য কেরিয়ারের সেরা সময়টা অনেক আগে পিছনে ফেলে এসেছেন তিনি। সম্প্রতি সময়ে খেলেছেন স্পেনের লোয়ার ডিভিশনের ক্লাবে। তবে গোলের মধ্যেই তিনি রয়েছেন। ছিপছিপে চেহারার এই স্প্যানিশ স্ট্রাইকার তার সম্প্রতিতম ক্লাবের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ২৩ গোল। Segunda División RFEF – Group 3 এর ক্লাব SD Ejea-তে খেলেছেন সম্প্রতি সময়ে। সিনিয়র ফুটবল কেরিয়ারে, নিজের সেরা সময় লোপেজ যুক্ত ছিলেন জারাগোজা, অসাসুনার মতো স্পেনের নামকরা ক্লাবের সঙ্গে।