Interkashi FC: লোনে ইন্টারকাশী যোগ দিলেন গোয়ার এই দাপুটে ডিফেন্ডার

sanson pereira

নয়া আইএসএল মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে মানালো মার্কেজের এফসি গোয়া। গত কয়েক মরশুম খুব একটা ভালো যায়নি এই ফুটবল দলের। থাকতে হয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে। তবে পেনাকে সরিয়ে হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচকে দলের দায়িত্ব দিতেই ভোল পাল্টাতে শুরু করে গোয়া দলের।

Advertisements

পুরনো একাধিক ফুটবলারদের বিদায় জানিয়ে নতুন করে সাজানো হয় গোটা স্কোয়াড। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি চমক দেওয়া হয় বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে। উদান্তা সিং থেকে শুরু করে পরবর্তীতে সন্দেশ ঝিঙ্গানের মতো দাপুটে ডিফেন্ডারদের দলে টানে গোয়ার এই ফুটবল দল। এছাড়াও প্রতিপক্ষ ক্লাবের ঘর ভেঙে ও আনা হয় বেশ কিছু বিদেশি ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন কার্ল ম্যাকহিউ।

   

এছাড়াও আরও একাধিক দাপুটে বিদেশি ফুটবলারদের নিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে এফসি গোয়া। বলতে গেলে বিগত কয়েক মরশুমের তুলনায় এবার যথেষ্ট শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে গোয়া দল। বর্তমানে কেরালা ব্লাস্টার্স আইএসএল পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকলেও তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে সন্দেশরা। দুই ম্যাচ কম খেলে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে গোয়া। পরবর্তী দুই ম্যাচে জয় আসলেই ফের শীর্ষে উঠে আসতে পারে মানালো মার্কেজের ছেলেরা। তবে তার আগে সুপার কাপে নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব। আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ইন্টারকাশির বিপক্ষে।

এবার বারানসীর এই ফুটবল দলেই নিজেদের এক দাপুটে ডিফেন্ডারকে লোনে পাঠিয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। তিনি সানসন পেরেইরা। মরশুমের শুরুতে তিনি গোয়া দলে থাকলেও এবার ইন্টারকাশীর জার্সিতে আই লিগে দেখা যাবে এই ফুটবলারকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements