Mohun Bagan Vs Bengaluru FC: সহজ সুযোগ হাতছাড়া ছেত্রীর, প্রথমার্ধের শেষে গোলশূন্য

সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় আইএসএলের হোম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। এদিন মোহনবাগানের…

Mohun Bagan Vs Bengaluru FC

সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় আইএসএলের হোম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। এদিন মোহনবাগানের হোম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে জেরার্ড জারাগোজার ছেলেদের। সুযোগ বুঝে বারংবার আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছে এডগার মেন্ডেজ থেকে শুরু করে সুনীল ছেত্রীদের। তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। অপরদিকে, পাল্টা আক্রমণ করতে ছাড়েনি মোহনবাগান।

তবে এখনও খুব একটা সক্রিয়তা দেখানো সম্ভব হয়নি তাঁদের পক্ষে। ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোলের অভিমুখে বল রাখার লক্ষ্য থাকলেও তাতে সফল হননি বেঙ্গালুরুর সুরেশ সিং। এক্ষেত্রে বাগান গোলরক্ষক বিশাল কাইথের দক্ষতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই গোলমুখী শট নেন সুনীল ছেত্রী কিন্তু কাজের কাজ হয়নি। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করে সবুজ-মেরুন ফুটবলাররা। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন গোল লক্ষ্য করে শট নিলে সেটি প্রতিহত হয় সহজেই।

   

এভাবেই আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট হয়ে ওঠে এই হাইভোল্টেজ ম্যাচ। লিস্টন কোলাসো থেকে শুরু করে রায়ান উইলিয়ামস গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও সেটা ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষেই। তারপর প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে বাগান রক্ষণভাগে ঢুকে পড়েন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় শট। একেবারে গোল পোস্টের গাঁ ঘেষে বেড়িয়ে যায় বল। যা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। যারফলে পরবর্তীতে গোল পোস্টে লাথি ও মারতে দেখা যায় তাঁকে।

যারফলে গোলশূন্য ফলাফলের মধ্যে দিয়ে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। যা নিয়ে খুব একটা খুশি নন বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা। অপরদিকে, এখনও পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব না হলেও দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে গোল তুলে নেওয়াই এখন অন্যতম লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের।