কাজে এল না কোনো প্রচেষ্টা। গত আইএসএল মরশুমের শেষের থেকেই গোলরক্ষক অমরিন্দর সিংয়ের (Amarinder Singh) উপর নজর রাখতে শুরু করেছিল ইমামি ম্যানেজমেন্ট।
পরিকল্পনা ছিল কমলজিতের বদলে এই তারকা কে দলে নেবেন তারা। সেইমতো কথাবার্তা ও শুরু হয়েছিল তার এজেন্টের সাথে। তবে লাল-হলুদে আসার ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছিলেন সুপার কাপ জয়ী এই গোলরক্ষক। তা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা ও করা হয় ম্যানেজমেন্টের অন্দরে। তবে শেষ রক্ষা হলনা।
ইমামি ইস্টবেঙ্গলের প্রস্তাব কে দূরে ঠেলে নিজের পুরোনো ক্লাব ওডিশা এফসি কেই বেছে নিলেন এই তারকা। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২০২৬ পর্যন্ত মিরান্ডার দলে থেকে যাচ্ছেন অমরিন্দর। যারফলে, অন্যান্য অপশনের দিকেই বাড়তি নজর দিচ্ছে লাল-হলুদ শিবির। এক্ষেত্রে ধীরাজের পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের তরুন গোলরক্ষক প্রভসুখন গিলের দিকে নজর রয়েছে কলকাতার এই প্রধানের। তবে কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও বিরাট ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে টানতে চাইছে ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, গত বছর অ্যাড্রিয়ান লুনার কেরালার হয়ে খেলেছিলেন তিনি। একাধিকবার দলের সাক্ষাৎ পতন রোধ করার পাশাপাশি প্রতিপক্ষের বাঁধা ও হয়ে দাঁড়িয়েছিলেন এই তারকা। তাই আগামী মরশুমের জন্য হরমনজোত সিং খাবরা ও নিশু কুমারের পাশাপাশি এই তরুন প্রতিভা কে দলে আনতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব।