‘Mocha’ ভয়ে কাঁপছে কক্সবাজার, হুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ বিপন্ন

বাংলাদেশের উপকূলের দিকে বিপুল গতি নিয়ে ছুটে চলেছে সামুদ্রিক ঘূর্ণি ‘Mocha Cyclone’, বঙ্গোপসাগর উত্তাল। বাংলাদেশ আবহাওয়া দফতর (BMD) জানাচ্ছে, চট্টগ্রাম বিভাগের উপকূল দিয়ে প্রতিবেশি মায়ানমারে…

বাংলাদেশের উপকূলের দিকে বিপুল গতি নিয়ে ছুটে চলেছে সামুদ্রিক ঘূর্ণি ‘Mocha Cyclone’, বঙ্গোপসাগর উত্তাল। বাংলাদেশ আবহাওয়া দফতর (BMD) জানাচ্ছে, চট্টগ্রাম বিভাগের উপকূল দিয়ে প্রতিবেশি মায়ানমারে ঢুকবে এই ঘূর্ণি। দুই দেশের উপকূলে সাগর ফু়ঁসছে। অতি প্রবল ঘূর্ণিতে পরিণত হয়েছে Mocha ঝড়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেত দেখানো হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

   

বঙ্গোপসাগরের বিখ্যাত সৈকত সুন্দরী সেন্ট মার্টিন আইল্যান্ড (নারিকেল জিঞ্জিরা দ্বীপ) জুড়ে প্রবল আতঙ্ক। এই দ্বীপ আগেই ছেড়েছেন পর্যটকরা। দ্বীপবাসীরাও আতঙ্কিত। বিখ্যাত এই দ্বীপের সম্পদ প্রকৃতির বিস্ময় জীবন্ত প্রবাল প্রাচীর। প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, সেন্ট মার্টিনের মধ্যে অবৈধ নির্মাণের কারণে প্রকৃতির উপর প্রভাব পড়েছে। ফলে সামুদ্রিক ঘূর্ণিতে এই দ্বীপে ক্ষতির সম্ভাবনা বেশি।

‘সমু্দ্র বিলাস’: প্রথম কোনও বাঙালি সাহিত্যিকের দ্বীপ-বাড়ি

প্রবল জনপ্রিয় বাংলা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ”রূপালী দ্বীপ” নামে উপন্যাসে বঙ্গোপসাগরের বুকে সেন্ট মার্টিন আইল্যান্ড বা নারকেল জিঞ্জিরা দ্বীপের মায়াময় বিবরণ দিয়েছিলেন। সেই থেকে দ্বীপটির কথা আন্তর্জাতিক পর্যটনে বিশেষ সমাদ়ৃত। ১৯৯৩ সালে এই দ্বীপে জমি কিনে বাড়ি করেন হুমায়ূন আহমেদ। সেই বাড়ির নাম দেন ‘সমুদ্র বিলাস’। এই সমুদ্র বিলাসে বসে উপন্যাস লিখতেন তিনি।

প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, দ্বীপটিকে ভালোবাসতেন হুমায়ূন আহমেদ। কিন্তু এই দ্বীপে বাণিজ্যিক পর্যটনের কারণে বিপুল ক্ষতি হয়েছে।