Cleiton Silva: সাত সকালেই শহরে ক্লেটন, নামবেন ডার্বিতে?

অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে শহরে এসে গেলেন ব্রাজিলিয়ান গোলমেশিন ক্লেটন সিলভা (Goal Machine Cleiton Silva)। যার দিকে তাকিয়ে আপামর লাল-হলুদ জনতা।

Goal Machine Cleiton Silva

অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে শহরে এসে গেলেন ব্রাজিলিয়ান গোলমেশিন ক্লেটন সিলভা (Goal Machine Cleiton Silva)। যার দিকে তাকিয়ে আপামর লাল-হলুদ জনতা। এবারের ডুরান্ড কাপের জন্য ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে ২৬ জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তার মধ্যেই গত কয়েকদিন আগে যুক্ত করা হয়েছিল ক্লেটন সিলভার নাম। কিন্তু শহরে এসেই কি ডার্বিতে নামবেন এই তারকা?

এক্ষেত্রে অনেক আগে থেকেই সংকেত দিয়ে দিয়েছিলেন কুয়াদ্রাত। তার কথায়, শুক্রবারের বদলে ডার্বির দিন সকালে শহরে আসলেও তাঁকে মাঠে নামানোয় কোনো আপত্তি নেই। বলতে গেলে ক্লেটনের ফিটনেস নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ।

   

বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই ক্লেটনের ব্যাপারে যথেষ্ট খোঁজখবর নিচ্ছিলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। আগের মতোই যে যথেষ্ট ফিট রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এত অল্প সময়ের বিশ্রামে এরকম হাইভোল্টেজ একটি ম্যাচে আদৌও তাকে নামানোর ঝুঁকি নেন কিনা সেটাই বড় কথা।

তবে দলের সাপেক্ষে দেখতে হলে গতবারের মতো এবারও লাল-হলুদ দলের অন্যতম সেরা অস্ত্র এই ক্লেটন সিলভা। গত ফুটবল মরশুমে দল খুব একটা ভালো পারফরম্যান্স না পেলেও যথেষ্ট ঝলমলে থেকেছেন ক্লেটন। বল পায়ে করেছেন মোট ১২টি গোল। এছাড়াও একটা সময় আইএসএলের সোনার বুট জয়ের অন্যতম দাবিদার ও ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও পরবর্তীতে ওডিশা এফসির দিয়াগো মরিসিওর হাতে ওঠে সেই খেতাব।

তবে ক্লেটনের অনবদ্য পারফরম্যান্সের দরুন তার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল। তবে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভিসাজনিত সমস্যায় ভুগতে হচ্ছিল লাল-হলুদের এই বর্ষসেরা ফুটবলারকে। যারফলে, অনেকটাই দেরিতে শহরে আসেন ক্লেটন। তবে এবার এই তারকার আগমনের পর থেকে নতুন করে আশার আলো দেখা করেছে ইস্টবেঙ্গল।