আইপিএল ২০২৪ (IPL 2024) চলাকালীন বড় ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আরসিবির তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) চোট পেয়েছেন। যার কারণে তিনি আগামী ১৫ এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি না-ও খেলতে পারেন।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময় বল সরাসরি ম্যাক্সওয়েলের বুড়ো আঙুলে লেগেছিল। এর পর ম্যাক্সওয়েলকে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দেখা গিয়েছিল।
Mumbai Indians: মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হলেন তিন ফরম্যাটে ১০০ করা তারকা
গ্লেন ম্যাক্সওয়েলের আঘাতের মাত্রা বেশ ভালই ছিল। চোট পাওয়ার পর তিনি পরে আর ফিল্ডিংও করতে পারেননি। চলে গিয়েছিলেন সাজঘরে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মনে করা হচ্ছে ম্যাক্সওয়েল পুরোপুরি ফিট হতে কিছুটা সময় নেবেন। যার ফলে তিনি আরসিবির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে।
Glenn Maxwell might miss RCB’s next match Vs SRH due to a thumb injury. (News24). pic.twitter.com/Xusaah04d4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2024
IPL 2024: আইপিএল-এ অভিষেক হল ৩৩৮.৮৮ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের
আইপিএল ২০২৪ মরসুম এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য খুব একটা ভাল যাচ্ছে না। চলতি মরসুমে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে দল। যার মধ্যে জয় এসেছে মাত্র ১টি ম্যাচে। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে আয়োজিত ম্যাচে ১৫.৩ ওভারে ১৯৭ রানের টার্গেট পূরণ করে আরসিবিকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে আরসিবি। এখান থেকে প্লে অফের যোগ্যতা অর্জন করা আরসিবির পক্ষে সহজ হবে না।